আশাশুনিতে ভিটেবাড়ীর গাছ কাটতে বাধা দেওয়ায় মারপিটে আহত-২

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে ভিটে বাড়িতে অনাধিকার প্রবেশ করে নারকেল কাটতে গেলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। গুরুতর আহত  সাখিলা খাতুনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে সাখিলা খাতুন বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

উপজেলার মহাজনপুর গ্রামের শাহাজান ঢালীর স্ত্রী সাকিলা খাতুন বাদী হয়ে দাখিলকৃত এজাহারসূত্রে জানাগেছে, প্রতিপক্ষ নিজাম উদ্দীন ঢালীর ছেলে আলীমুদ্দিন, শাহাজদ্দীন, মৃত আয়নদ্দীন ঢালীর ছেলে নিজামুদ্দীন, তার স্ত্রী জোহরা খাতুন ও মৃত মান্নান ঢালীর ছেলে শাহিনুরদের পাশাপাশি বসবাস। তারা বাদীদের বসত ভিটার জমি জবর দখল করতে দীর্ঘদিন ষড়যন্ত্র করে আসছেন। এবং বিভিন্ন ভাবে গালিগালাজ ও জীবন নাশের হুমকী দিয়ে আসছিল। গত ১১ অক্টোবর সকাল ১০ টার দিকে তারা দা, রড, জিআই পাইপ, কুড়াল ও বাঁশের লাঠি নিয়ে বাদীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে নারকেল গাছ কাটতে গেলে বাদীর স্বামী বাড়িতে না থাকায় বাদী ও তারপুত্র ইসরাফিল বাধা নিষেধ করলে এলোপাথাড়ি ভাবে মারপিট করে আহত করে। বাদীর গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। বাড়ি ভাংচুর ও স্বর্ণের চেইন ছিড়ে নেয়। স্বাক্ষীরা গুরুতর আহত বাদীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

গ্রামের হাফিজুল, সাহেব আলী, আনিছুরের স্ত্রী রেশমা, শহিদুলের স্ত্রী রেশমা, মোস্তাক, নাজের আলীর স্ত্রী, ইসরাফিলসহ বহু মানুষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলাকারীরা বাদীদের বাড়ির সামনের খাস জমি জোর করে দখল করে বার্থরুম, গোয়ালঘর বেধেছে। ওরা কথায় কথায় দা বের করে, থামাতে গেলেও মারপিট, গালিগালাজ ও আসামী করতে চায়। আমরা নিরাপত্তাহীন হয়ে পড়েছি।

এব্যাপারে অভিযুক্ত আলিম উদ্দিন ঢালী বলেন, আমাদের মেয়ে ওই বাড়িতে দেয়া। গাছটা ওদের কিন্তু গাছের ডালগুলো আমাদের জমির উপরে পড়েছে।  আমরা ওদেরকে বারবার বলেছি গাছটা কেটে নিতে কিন্তু ওরা কাটেনি। একপর্যায়ে আমাদের জামাই অজিয়ার বিষয়টি মীমাংসা করে দেয় এবং সে গাছটি কিছু অংশ কেটে দিয়ে যায়। পরবর্তীতে আমাদেরকে কেটে নিতে বলে, আমরা গাছ কাটতে গেলে তারা বাধা দেয় এবং বিষয়টা নিয়ে মারামারি হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে মোবাইল কোর্টে নেটপাটা অপসারন ও আগুনে জাল বিনষ্ট
  • আশাশুনিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের আমানত হিসাব খোলার ক্যাম্পেইন
  • আশাশুনি ৩ নং ওয়ার্ড যুব  বিভাগের কমিটি গঠন
  • আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে  সমন্বয় সভা
  • দরগাহপুর আঞ্চলিক  প্রেসক্লাবের কমিটি গঠন
  • প্রতাপনগরে জামায়াতের  কর্মী সম্মেলন 
  • আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক হেদায়েত স্মৃতি পদকে ভূষিত
  • দরগাহপুর কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ