শুটিংয়ে গুরুতর আহত ইমরান হাশমি

নিউজ ডেস্ক :: নতুন ছবি ‘ঘোড়চড়ি ২’ এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। জানা যায়, অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর আঘাত লেগেছে অভিনেতার গলায়। ইমরানকে এর আগে দেখা গিয়েছিল ‘টাইগার ৩’ সিনেমায়।
সালমান-ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান। প্রশংসাও পেয়েছিলেন। এর পরেই নতুন ছবি ‘ঘোড়চড়ি ২’ শুটিং শুরু করেন তিনি। সূত্রের খবর, ‘ঘোড়চড়ি ২’ ছবির শুটিং চলছিল হায়দরাবাদে। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল।
সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার। তবে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে। বর্তমানে সুস্থ রয়েছেন ইমরান।
সম্পর্কিত সংবাদ

হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি
[নিউজ ডেস্ক :: বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের ২বিস্তারিত…

মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা/
নিউজ ডেস্ক :: মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ এ ভূষিত হলেনবিস্তারিত…