আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্কুল অব লিডারশীপ (SOLE-USA) এর আয়োজনে  রোববার (১৬ ফেব্রুয়ারি), সকাল ১০টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হলো ’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই, – শীর্ষক জাতীয় সংলাপ।

উক্ত জাতীয় সংলাপে দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, গবেষক, সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব এবং স্কুল অব লিডারশীপ এর নির্বাহী পরিচালক ডক্টর জামিল আহমেদ এর সঞ্চালনায় এবং স্কুল অব লিডারশীপের ভাইস প্রেসিডেন্ট মেজর (অবঃ) রুহুল অমিন চৌধুরীর  সভাপতিত্বে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান, লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনিতীবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কামিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান  বলেন, ” স্কুল অব লিডারশীপ এর প্রস্তাবনায় রাজনীতিতে জবাব্দিহিতার বিষয়টি অবশ্যই থাকতে হবে। রাজনীতিক নেতৃত্বের গুনগত পরিবর্তনের জন্য স্কুল অব লিডারশীপ যে কর্মসূচী হাতে নিয়েছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে বলে আমি মনে করি। ”

স্কুল অব লিডারশীপ (SOLE-USA) এই জাতীয় সংলাপের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে যোগ্য নেতৃত্ব বাছাই করার উপর গুরুত্ব আরোপ করেন। জাতির এই ক্রান্তিলগ্নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র কাঠামো মেরামত ও রাষ্ট্র পরিচালনায় নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে যোগ্যনেতৃত্ব প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় সংলাপে আলোচকবৃন্দ দেশ পরিচালনায় এবং সুশাসন প্রতিষ্ঠায় যোগ্য নেতৃত্বের গুরুত্ব ও নেতৃত্ব বাছাইয়ের মৌলিক বক্তব্য উপস্থাপন করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় সংসদের প্রার্থীদের কেমন গুনাবলী ও যোগ্যতা থাকা প্রয়োজন এবং কিভাবে যোগ্যনেতৃত্ব সম্পন্ন প্রার্থী বাছাই করা যেতে পারে এ বিষয়ের কৌশলগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্কুল অব লিডারশীপ (SOLE-USA)  যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যারা নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে কমিউনিটি ভিত্তিক ও স্কুল ভিত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশে কাজ করছে। বাঙালীর পাঠশালা নামে ছিন্নমূল শিশুদের জন্য গুনগত শিক্ষা পদ্ধতি চালুর মাধ্যমে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর গোলাম রাব্বানী ২০১৯ সালে প্রতিষ্ঠানটি  প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল অব লিডারশীপ (SOLE-USA) নামে প্রতিষ্ঠান টি বহুমাত্রিক কার্যক্রমের মধ্য দিয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। স্কুল অব লিডারশীপ বর্তমানে পলিটিক্যাল উইং এবং স্কুল উইং এর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। জাতীয় সংলাপের মাধ্যমে স্কুল অব লিডারশীপের নেতৃবৃন্দ বাংলাদেশের নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদান ও পরিকল্পনার কথা উল্লেখ করেন।

জাতীয় পর্যয়ের অপরাপর নেতাদের মধ্য থেকে জাতীয় সংলাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় কমিটির সদস্য সেমিলা রহমান জাতীয় সংলাপ সম্পর্কে বলেন – “তারেক রহমান এর প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন এর মাধ্যমে রাষ্ট্র কাঠামো  সংস্কার ও মানসিক পরিবর্তনেই তৈরি হবে আগামীর বাংলাদেশ।” .

অন্যদিকে গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী বলেন,  “সামাজিক অর্থনীতিক ব্যাবস্থাপনা বদলালে দলের কাঠামো অটোমেটিক্যালি বদলে যাবে, যারা এটা আশা করেন আমি তাদের মতো এত আশাবাদী নই।”
এছাড়াও ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ববি হাজ্জাজ বলেন, “ আপনি যদি গণতন্ত্র পছন্দ করেন তবে জনগন যাকে পছন্দ করবে তার নেতৃত্বই মেনে নিতে হবে। ”

বিএনপি এর সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেন, দেশের অর্ধেক এর বেশি নারী, তাই আগামী জাতীয় নির্বাচনে নারীর ক্ষমতায়নের জন্য সংখ্যানুপাতিক হারে নারী নেতৃত্ব বাড়াতে হবে।

জামায়েতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সদস্য ও আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন এ প্রার্থী বাছাই এর ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর নীতি নৈতিকতা ও সামাজিক উন্নয়নে যাদের  সম্পৃক্ততা রয়েছে তাদের প্রাধান্য দিতে হবে।”

স্কুল অব লিডারশীপ (SOLE-USA) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর গোলাম রাব্বানী বলেন “বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে যোগ্যনেতৃত্ব শূন্যতা একটি বড় অন্তরায়। তাই স্কুল অব লিডারশীপ তাদের স্কুল ভিত্তিক শিক্ষা কার্যক্রমের সাথে সাথে নৈতিক শিক্ষা ও নেতৃত্বের বিকাশ, একই সাথে সমাজের নেতৃত্ব দানকারীদের জন্য গঠনমূলক শিখন কার্যক্রম ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি সুশৃংখল প্রজন্ম গঠনে কাজ করবে।”

বিভিন্ন  রাজনৈতিক দলের উল্লেখ যোগ্য নেতৃবৃন্দ, গবেষক, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ জাতীয় সংলাপে অংশ গ্রহণ করেন – সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য স্কুল অব লিডারশীপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে জনাব কাজী মোস্তাফিজুর রহমান  জাতীয় সংলাপের সমাপনী ঘোষনা করেন।






সম্পর্কিত সংবাদ

  • ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জন্য বিক্ষোভ ও সংহতি সমাবেশ
  • যশোরে ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত 
  • নকল বিড়ি-সিগারেটসহ অবৈধ সিন্ডিকেট চক্রের ১ সদস্য আটক
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৩৪৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ   তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য
  • রাজনৈতিক হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ
  • রোহিঙ্গাদের পাশে থাকবে জাতিসঙ্ঘ
  • সৈয়দপুরে আগুনে দুইটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
  • মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির দাফন সম্পন্ন, প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন