সৈয়দপুর পৌর এলাকায় পাঁচটি  মন্দিরের কমিটি গঠন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুরে দীর্ঘ কয়েক বছর ধরে যাচ্ছেতাই ভাবে পরিচালনা করা পৌর এলাকার ৫ টি মন্দিরের পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সকলের সম্মতিতে মন্দিরের সার্বিক উন্নয়ন এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে মন্দির পরিচালনায় গঠন করা হয়েছে নতুন পাঁচটি কমিটি।
 শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সনাতন ধর্মাবলম্বী সুধিজনদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় মন্দিরগুলোর কমিটি গঠন করা হয়।
শহরের শহীদ তুলশীরাম সড়কস্থ হীরালাল ঠাকুরবাড়ী কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি।
সুধিজন সুখরঞ্জন দাসের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সহ সভাপতি রতন সরকার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সৈয়দপুর সাংগঠনিক জেলার যুগ্ম আহবায়ক মনোজ গোস্বামী। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক গোপাল চন্দ্র রায়, রতন কুমার আগরওয়ালা, বিকাশ পোদ্দার, জগলাল দাস, প্রফুল্ল চন্দ্র ঘোষ, তারক বন্ধু ব্রহ্মা, প্রতিমা রানী রায়, সমর বিশ্বাস, কিশোর প্রসাদ, মানস কুমার দাস, বাদল বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর রাজনৈতিক জেলায়  যুগ্ম আহবায়ক সমাজসেবক টিকেন্দ্রজিৎ রায় মিরু।
সভায় শহরের পাঁচটি মন্দিরের সার্বিক উন্নয়নে সুশৃঙ্খল ও শক্তিশালী কমিটি গঠণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সকলের সিদ্ধান্তে শহরের পাঁচটি মন্দির পরিচালনায় সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মনোনীতদের নাম ঘোষনা করা হয়।
এতে কেন্দ্রীয় শিব মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে- রাজকুমার পোদ্দার রাজু, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি ও তারক বন্ধু ব্রহ্মা। গোপাল জিঁউ মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে – এ্যাড. তুষার কান্তি রায়,রতন কুমার আগরওয়ালা ও প্রবীণ সিংহানিয়া।
নয়াটোলা শিব মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে – টিকেন্দ্রজিৎ রায় মিরু,রনজিৎ ঠাকুর ও বিমল কুমার দাস। বুড়িমা’র থান মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে – রাজকুমার পোদ্দার রাজু, অরুণ কুমার দাস বাপ্পা ও নারায়ণ গোস্বামী। বিষ্ণু মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে- রতন সরকার, মনোজ গোস্বামী ও জীবন কৃষ্ণ পাল এবং কেন্দ্রীয় হীরালাল ঠাকুরবাড়ী মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে- রাজকুমার পোদ্দার রাজু, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি ও অনিল কুমার আগরওয়ালা।
এদিকে আগামী এক মাসের মধ্যে মন্দিরগুলো পরিচালনায় পূর্ণাঙ্গ কমিটি গঠণের জন্য ১৪ সদস্যের সার্চ কমিটির গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন এ্যাড. তুষার কান্তি রায়  রাজকুমার পোদ্দার রাজু, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সুখ রঞ্জন দাস, রতন সরকার  মনোজ গোস্বামী,  সমর বিশ্বাস প্রফুল্ল্য চন্দ্র ঘোষ,  তারক বন্ধু ব্রহ্মা, দিলীপ কুমার সরকার, টিকেন্দ্রজিৎ রায় মিরু, বিকাশ পোদ্দার, প্রতিমা রানী রায় ও গোপাল চন্দ্র রায়।





সম্পর্কিত সংবাদ

  • ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জন্য বিক্ষোভ ও সংহতি সমাবেশ
  • যশোরে ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত 
  • নকল বিড়ি-সিগারেটসহ অবৈধ সিন্ডিকেট চক্রের ১ সদস্য আটক
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৩৪৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ   তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য
  • রাজনৈতিক হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ
  • রোহিঙ্গাদের পাশে থাকবে জাতিসঙ্ঘ
  • সৈয়দপুরে আগুনে দুইটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
  • মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির দাফন সম্পন্ন, প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন