কলারোয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা কারাবন্দী হাবিবসহ সকল নেতৃবৃন্দের মুক্তিসহ নানা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ রবিবার

কামরুল হাসান :: কলারোয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মিথ্যা সাজানো মামলার সাজা বাতিল ও মামলা প্রত্যাহের দাবিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান রবিবার।

আওয়ামী লীগ কর্তৃক মিথ্যা মামলায় সাজানো স্বাক্ষীর মাধ্যমে ফরমায়েশী রায়ে তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজাসহ বিএনপি ও অংগ সংগঠনের ৫০জন নেতা কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়ার প্রতিবাদে এবং মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে উপজেলা চত্বরসহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া, মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে সাজাপ্রাপ্ত ৪জন সহযোদ্ধা ভাই

কারাগারে শাহাদাৎ বরণ করায় তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আ. রশিদ মিয়া।

অনুষ্ঠান পরিচালনায় থাকবেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন।

কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু। অনুষ্ঠানে সকাল ১০টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে আসার জন্য বিশেষভাবে আহবান করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া সরকারি কলেজের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ 
  • কলারোয়ায় কারাগারে বিনা চিকিৎসায় নিহতদের কবর জিয়ারত করলেন- সাবেক এমপি হাবিব
  • কু-প্রস্তাবে রাজী না হওয়ায় ভাসুরের হামলায় মারাত্নক আহত রেখা খাতুন
  • স্বৈরাচার,খুনি’র পতন হলেও ষড়যন্ত্র অব্যহত রয়েছে : তারেক রহমান
  • কলারোয়ার সাবেক মেয়রের বিভিন্ন ওয়ার্ডে কবর জিয়ারত।
  • এমপি হাবিবের গনসংবর্ধনা হবে আজ বিকাল তিনটায়
  • কলারােয়ায় গণঅধিকার পরিষদের আনন্দ র‍্যালি ও গণসংযােগ
  • কলারোয়ায় ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ