শেষ হলো পাকিস্তানি অভিনেতার বলিউড সিনেমার কাজ

নিউজ  ডেস্ক  :: পাকিস্তানি শিল্পীদের বলিউডে আগে নিয়মিত অভিনয় করতে দেখা যেত। তবে ২০১৬ সাল থেকে বি-টাউনে তাদের কাজ একেবারই বন্ধ হয়ে গেছে। এবার ভারতের নায়িকা ও পাকিস্তানের নায়ককে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। নাম ‘আবির গুলাল’। এতে অভিনয় করেছেন বলিউড তারকা বাণী কাপুর ও পাকিস্তানি গায়ক-অভিনেতা ফাওয়াদ খানকে।

লন্ডনে এই সিনেমার শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে আজ। ছবিটি প্রযোজনা করেছে ইন্ডিয়ান স্টোরিজ, এ রিচার লেন্স এবং আরজে পিকচার্স। প্রধান প্রযোজক হিসেবে রয়েছেন ভিবেক বি আগারওয়াল, অবন্তিকা হরি এবং রাকেশ সিপ্পী। সিনেমাটি ইউকের বিভিন্ন মনোরম স্থানে শুট করা হয়েছে।

বলিউড হাঙ্গামার সূত্রে জানা যায়, আবির গুলাল’ সিনেমার সব ধরনের শুটিং সম্পন্ন হয়েছে। এখন এডিটং, ডাবিংসহ বাকি কাজ করা হবে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দুই তারকা ফাওয়াদ খান এবং বাণী কাপুর তাদের সিনেমার টিমের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিতে ফাওয়াদ খানের স্ত্রী সাদাফ খানও তার পাশে দাঁড়িয়ে আছেন, যা মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে।

সিনেমাটিতে দুজনের একটি জার্নি তুলে ধরা হবে, যা না বুঝেই একজন আরেকজনকে সেরে উঠতে সাহায্য করে। এগিয়ে যায় অপ্রত্যাশিত এক পরিণতির দিকে। সিনেমাটি পরিচালনা করছেন আরতি এস বাগদি। তবে কবে কোন প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র :কালবেলা





সম্পর্কিত সংবাদ

  • নারী চরিত্রনির্ভর সিনেমা এখন আর চলে না: বিদ্যা
  • বলিউডের নতুন তারকাদের নিয়ে আক্ষেপ অক্ষয়-অজয়ের
  • সর্বকালের সেরা পাঁচ অ্যানিমেশন সিনেমা
  • এবারের ‘মিস ইউনিভার্স’ খেতাব পেলেন ভিক্টোরিয়া
  • ৪৫তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘প্রিয় মালতী’র প্রশংসায় ক্রিটিকসরা, মেহজাবীনে মুগ্ধ মিশরীয় অভিনেত্রী
  • দুর্ঘটনার শিকার হিনা খান
  • সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত
  • জনপ্রিয় পরিচালকের নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে অভিনেত্রী