সাতক্ষীরায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন হিন্দু যুবক
মেহেদী হাসান :: সাতক্ষীরায় সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক যুবক। তার পূর্ব নাম ছিল সঞ্জয় কুমার। নও মুসলিম যুবকের নাম রাখা হয়েছে মোঃ আব্দুর রহমান (২৭)।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে সঞ্জয় কুমার নিজ ইচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক হুজুরের বাড়িতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুহাদ্দিস আব্দুল খালেক তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি স্ব ইচ্ছায় এবং ইসলাম ধর্ম সত্য ধর্ম এটা জেনেছি-বুঝেছি এজন্য এ ধর্ম গ্রহণ করতে চাই। এরপর তাকে কালিমা পড়িয়ে মোসলমান করা হয় এবং তার নাম রাখা হয় মোঃ আব্দুর রহমান।
সঞ্জয় কুমার সাতক্ষীরা সদরের ১০নং আগরদাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আগরদাড়ী গ্রামের বিনয় ঘটকের ছেলে। সঞ্জয় কুমার স্থানীয় একটি কলেজে পড়ালেখার পাশাপাশি পেশায় নাপিতের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পরবর্তীতে তার পরিবার তাকে বাড়ি থেকে বাহির হয়ে যেতে বললে বুধবার বিকেল ৫ টার দিকে তিনি পড়ালেখার সর্টিফিকেট সহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে বাড়ি থেকে বাহির হয়ে যায়।
তিনি বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও আমি আমার পিতা মাতাকে যেমন সম্মান ও ভালোবাসতাম এখন থেকেও পূর্বের মত সম্মান করবো।
সঞ্জয় কুমারের মোসলমান হওয়ার বিষয়টি আইনী প্রক্রীয়াধীন আছে।
সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ শেখ মনিরুজ্জামান ও সদর যুব জামায়াতের সেক্রেটারী মোঃ আশরাফুল আলম বুলু বিষয়টি সাতক্ষীরা নিউজকে নিশ্চিৎ করেছেন।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা ডিবি পুলিশের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার :আটক ১
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা সুযোগ্য পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম ইসলামের নির্দেশনায় সাতক্ষীরা জেলাবিস্তারিত…
ল স্টুডেন্টস ফোরামের স্থগিত নির্বাচন ১৯ অক্টোবর
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী আইনের শিক্ষার্থীদের একমাত্র সংগঠন ল স্টুডেন্টস ফোরামের বার্ষিকবিস্তারিত…