আমি আপনাদের পাশে ছিলাম,আমৃত্যু আপনাদের পাশেই থাকবো : সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি :: বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। কোন সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলে কিছুই নেই। বিদেশে গেলে পাসপোর্ট দেখালে যেরকম বলে বাংলাদেশি, সেখানে কোন হিন্দু মুসলিম বা অন্য কোন ধর্মের কথা বলা হয় না। আমরা সকলে ভাই ভাই। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি।’

শনিবার (১২ অক্টোবর) কলারোয়া উপজেলার হেলাতলা, শুভঙ্করকাটি,কুশোডাঙ্গা, কেরালকাতা, ঠাকুরবাড়ি, সাতপোতা, সোনাবাড়িয়া, দেয়াড়াসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি আরো বলেন, শেখ হাসিনার গাড়ি বহরে হামলার সাজানো মামলায় আমাকে ৭০ বছরের কারাদন্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। কিন্তু ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আমি পূন:জন্ম লাভ করেছি। আমি আপনাদের পাশে ছিলাম, আমৃত্যু আপনাদের পাশেই থাকবো।’

মতবিনিময়কালে বিভিন্ন পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তা হিসাবে নগদ অর্থ তুলে দেন তিনি।
এর আগে সাবেক এমপি হাবিব বিভিন্ন পূজামণ্ডপে পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সনাতন হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ।

পূজামন্ডপ পরিদর্শনকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, মিথ্যা গাড়ি বহরে হামলা মামলায় সদ্যকারামুক্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদ এবং সংশ্লিষ্ট পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • মেঘ কেটে যায়নি, টের পাচ্ছি: জামায়াত আমির
  • কলারোয়া থেকে অভিনব কায়দায় ট্রাক চুরি
  • কলারোয়ায় জাতীয় যুব দিবস পালিত
  • কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ
  • কলারোয়ায় বিদেশী মদ ও ফেনসিডিল সহ আটক ১
  • কলারোয়া জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান 
  • সম্প্রীতিরবন্ধন ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন : সাবেক এম পি হাবিব
  • কলারোয়ায় বিএনপির মুখপাত্র রইছ স্যারের বিরুদ্ধে মিথ্যা পোস্ট দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ