কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে  দোয়া ও আলোচনা অনুষ্ঠান

কামরুল হাসান: কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) সকাল ১১ টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট স্কুলের অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে শহীদদের বীরত্বগাঁথা তুলে ধরে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ  কলারোয়া সরকারি কলেজ, গার্লস পাইলট হাইস্কুল, সরকারি জি কে এম কে পাইলট স্কুলের ছাত্র-ছাত্রীরা। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা সকল শহীদের রক্তের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেলাম। এ জাতি তাঁদের আত্মত্যাগ  কোনদিন ভুলবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসফিকা হোসেন। আরও উপস্থিত ছিলেন সরকারি জিকেএমকে পাইলট হাই স্কুলের প্রধানশিক্ষক আব্দুর রকীব, মাস্টার মনিরুজ্জামান, মাওলানা আইয়ুব আলী, শিক্ষার্থী রেজওয়ান আজম তুর্য, ইফতেখার মাহমুদ আজম, শেখ আবির আহমেদ, কাতিবুর রহমান, সাইদুল ইনামুল, মাহফুজুর রহমান, তাফহীমুল, ফাহিম সিদ্দিকী, প্রত্যয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।





সম্পর্কিত সংবাদ

  • কু-প্রস্তাবে রাজী না হওয়ায় ভাসুরের হামলায় মারাত্নক আহত রেখা খাতুন
  • স্বৈরাচার,খুনি’র পতন হলেও ষড়যন্ত্র অব্যহত রয়েছে : তারেক রহমান
  • কলারোয়ার সাবেক মেয়রের বিভিন্ন ওয়ার্ডে কবর জিয়ারত।
  • এমপি হাবিবের গনসংবর্ধনা হবে আজ বিকাল তিনটায়
  • কলারােয়ায় গণঅধিকার পরিষদের আনন্দ র‍্যালি ও গণসংযােগ
  • কলারোয়ায় ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ 
  • কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির প্রস্তুতি সভা
  • কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির প্রস্তুতি সভা