কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে  দোয়া ও আলোচনা অনুষ্ঠান

কামরুল হাসান: কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) সকাল ১১ টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট স্কুলের অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে শহীদদের বীরত্বগাঁথা তুলে ধরে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ  কলারোয়া সরকারি কলেজ, গার্লস পাইলট হাইস্কুল, সরকারি জি কে এম কে পাইলট স্কুলের ছাত্র-ছাত্রীরা। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা সকল শহীদের রক্তের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেলাম। এ জাতি তাঁদের আত্মত্যাগ  কোনদিন ভুলবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসফিকা হোসেন। আরও উপস্থিত ছিলেন সরকারি জিকেএমকে পাইলট হাই স্কুলের প্রধানশিক্ষক আব্দুর রকীব, মাস্টার মনিরুজ্জামান, মাওলানা আইয়ুব আলী, শিক্ষার্থী রেজওয়ান আজম তুর্য, ইফতেখার মাহমুদ আজম, শেখ আবির আহমেদ, কাতিবুর রহমান, সাইদুল ইনামুল, মাহফুজুর রহমান, তাফহীমুল, ফাহিম সিদ্দিকী, প্রত্যয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই : দাফন সম্পন্ন
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন 
  • কলারোয়ার খোরদোয় যুবদলের কর্মী সমাবেশ  
  • কলারোয়ায় বিএনপির সভায় সাবেক এমপি হাবিব – সবার আগে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে
  • কলারোয়ায় সাবেক ছাত্রদল নেতা টিপুর মায়ের ইন্তেকাল 
  • কলারোয়ার সাবেক মেয়র আক্তারুলের পিতার দোয়া অনুষ্ঠানে শরিক হওয়ার আবেদন
  • কলারোয়ার কাজীরহাটে যুবদলের কর্মী সমাবেশ