কলারোয়ায় পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়
ষ্টাফ রিপোটার (এমএআজিজ) :: কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে দূর্গা পূজা উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা করেছেন বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বুধবার (২ অক্টোবর) দুপুরে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রায়ের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিব বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ বাংলাদেশের কোন ধর্মীয় বিভেদ -বিভাজন মেনে নেওয়া হবে না। এদেশে কোন সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কেউ নেই। আমাদের পরিচয় আমরা সকলেই মানুষ, আমরা সবাই বাংলাদেশি। ধৈর্য্যের সাথে হিন্দু মুসলিম আনন্দ উল্লাসের মাধ্যমে আপনাদের পূজায় সহযোগিতা করব। সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম এবং আমার জীবন দিয়ে হলেও থাকবো। আপনারা নির্ভয়ে, নির্দ্বিধায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করবেন। কেউ অনৈতিক অপ্রতিকর ঘটনার সৃষ্টি করলে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করবো।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া,উপজেলা বিএনপি’র মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন। এছাড়াও উপজেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পক্ষ থেকে বক্তব্য রাখেন, সুভাষ ঘোষ, মনিশ কুমার ঘোষ, দিলীপ রায়, বাবু নিরঞ্জন কুমার ঘোষ, স্বপন কুমার চৌধুরী, বিশ্বজিৎ মজুমদার,অশোক চক্রবর্তী,আশুতোষ,অমলেন্দু ঘোষ, স্বপন কুমার ঘোষ, রনজিত ঘোষ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুর রকীব মোল্লা,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বক্কর,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন, আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, যুব নেতা সবুজ, সঞ্জু, রিপন, রোমেল, রঞ্জু, খোকন,শহিদুল,রিংকু সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
ব্যাংক কর্মকর্তা আব্দুর রশিদের জানাযা দাফন সম্পন্ন
এম এ আজিজ :: কলারোয়া বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চুর চাচা সাবেক (কৃষিবিস্তারিত…
ছাত্র জনতা আওয়ামী জাহেলিয়াতকে এ দেশ থেকে বিতাড়িত করেছে : শামীম সাঈদী
একরামুল কবীর :: বাংলাদেশ জাময়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্যবিস্তারিত…