কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় সুপেয় পানির প্লান পরিদর্শন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:: ব্রাক ওয়াশ কর্মসূচির আওতায় বৃষ্টির পানি ট্যাংকে ধরে রেখে সুপেয় পানি পানের সুযোগ পেয়েছে কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার কয়েক শত শিক্ষার্থীরা । দীর্ঘদিন ধরে কয়েক মাইল পথ পাড়ি দিয়ে খাবার পানি বহন করে নিয়ে আসতে হতো । পানির প্লান উদ্বোধন করায় পুকুর বা নলকূপ থেকে পানি বহন করে আনার কষ্ট লাঘব হয়েছে।
সুপেয় পানির অভাব দূর করতে প্রকল্পের আওতায় ১০ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ৩টি ট্যাংক স্থাপন করে দেওয়া হয়েছে। কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা সহ পার্শ্ববর্তী এক থেকে দুই কিলোমিটারের ভিতরে গভীর নলকূপ স্থাপন করা যায় না । অন্যদিকে নলকূপের পানি লবণাক্ত ও আর্সেনিক যুক্ত। তাই সুপেয় পানির সংকট দূর করতে বৃষ্টির পানি ধরে রাখতে পানির ট্যাংক স্থাপন করা হয়েছে। প্রকল্পটির কাজ শেষে গত ১৮ জানুয়ারি সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা শেখ শাহাবাজ আলীর সভাপতিত্বে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় । উক্ত প্রকল্পটি পুনরায় পরিদর্শনে আসেন ব্র্যাকের প্রধান কার্যালয় থেকে গত ১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ব্রাকের প্রধান কার্যালয়ের স্পেশালিস্ট হাইজিন প্রোমোশন এন্ড ক্যাপাসিটি বিল্ডিং এর জাহিদা সুলতানা ,
এম,আইএস ও ডাটা ম্যানেজমেন্ট প্রোগ্রাম
কাজী রুকাইয়া হক সিনিয়র অফিসর, ম্যানেজার আবু তালেব বিশ্বাস, টেকনিকাল অফিসার ওয়াশ প্রোগ্রাম ইসমাইল হোসেন,। টেকনিক্যাল অফিসার ওয়াশ প্রোগ্রাম মেহতা মিয়া , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওঃ ইদ্রিস আলী, মাওঃ আব্দুল মাজিদ, মাওঃ মামুনুর রশিদ, মাস্টার মাহফুজুর রহমান, হযরত আলী মোল্লা, মোঃ নজরুল ইসলাম, তৈইবুর রহমান প্রমুখ । উল্লেখ্য ব্রাক ওয়াশ -কর্ম সূচীর আওতায় অত্র মাদ্রাসায় ছাত্রীদের জন্য তিন কক্ষ বিশিষ্ট স্বাস্থ্যসম্মত ল্যাটিন ও ছাত্র/ছাত্রী দের জন্য পৃথক পৃথক ওয়াশরুম স্থাপন করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • কৃষ্ণনগরে সার্বজনীন দূর্গা পূজা মন্দির কমিটির সাথে ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বাঁচতে মানবিক সহায়তা কামনা
  • ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বাঁচতে চায় মানবিক সহায়তা কামনা
  • নলতার ইছাপুরে জামায়াতের ইউনিট গঠন
  • নলতায় বাড়ি ভাঙচুর, লুটপাট শেষে আগুনের ঘটনায় ২৭ জনের নামে মামলা
  • কালিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে জশনে জুলুস উদযাপিত
  • নলতায় জামায়াতের “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত