লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বাসদ-এর বিক্ষোভ সমাবেশ ও মিছিল
নিউজ ডেস্ক :; ফিলিস্তিনের গাজার পর লেবাননে একের পর এক বোমা হামলা চালিয়ে ইতোমধ্যে সহস্রাধিক মানুষকে হত্যা করা করেছে জায়নবাদী ইসরায়েল। এই গণহত্যা বন্ধের দাবিতে আজ বিকাল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা শাখা। বোমা হামলা ও গণহত্যার দায়ে জায়নবাদী ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যুদ্ধবাজ নেতানিয়াহুর বিচারের দাবি জানিয়েছে বাসদ নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ খুলনা জেলা শাখার আহŸায়ক জনার্দন দত্ত নাণ্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, সদস্য অ্যাড. সনজিত মন্ডল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা মহানগর নেতা ইউনুস আহমেদ মাসুদ, হারুনুর রশীদ, মোঃ আলিম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সদস্য খাদিজা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা মহানগর নেতা ইয়াসিন মোল্লা প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইঙ্গ-মার্কিন সা¤্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে স্বাধীন ফিলিস্তিন ভ‚মিতে কৃত্রিম রাষ্ট্র তৈরি করে ইসরায়েল নামক জায়নবাদী রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের তেলের উপর নিয়ন্ত্রণ ও তাদের উপর আধিপত্য তৈরির হীন চক্রান্তেই এই রাষ্ট্রের উদ্ভব। ফিলিস্তিনি জাতি আজ নিজ ভ‚মিতে পরবাসী। তাদের ভ‚মি ও ঘরবাড়ি প্রতিদিন ইসরায়েল দখল করছে।
গাজার উপর গণহত্যার বিরুদ্ধে যখন গোটা বিশ্ব সোচ্চার, তখন গাজাকে প্রায় মাটির সাথে মিশিয়ে ৪০ শহস্রাধিক মানুষ হত্যা করে এখন তারা লেবানন ধ্বংসের পথে হাটছে। যুদ্ধবিরতির আলোচনার নামে সময় ক্ষেপণ করে ক্রমাগত বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে চলেছে। হামলা করা হয়েছে হিজবুল্লাহর সদর দপ্তর ও হত্যা করা হয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে। নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা বিশ্বে মানুষ যখন যুদ্ধ বন্ধ ও গণহত্যা বন্ধের আহŸান জানাচ্ছে, তখন ইঙ্গ-মার্কিনসহ পশ্চিমা সা¤্রাজ্যবাদীদের সহায়তায় গোটা বিশ্বকে বৃদ্ধাংগুলি দেখিয়ে বিশ্ব জনমতকে উপেক্ষা করে নতুন করে লেবাননে বোমা হামলা ও গণহত্যা চালাচ্ছে। এ অবস্থায় জায়নবাদী ইসরায়েলকে জাতিসংঘ থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও গণহত্যার দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নেতানিয়াহুসহ সকল যুদ্ধবাজ নেতৃত্বের আশু বিচারের দাবি জানান।
একই সাথে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও ঘোষণা দেওয়ার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহŸান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজপথ প্রদক্ষিণ করে।
সম্পর্কিত সংবাদ
৮ দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক :: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে বলে জানিয়েছেন দলটিরবিস্তারিত…
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে শফিকুর রহমানের সাক্ষাৎ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশেবিস্তারিত…