আসুন আমরা ইসলামী আদর্শ প্রতিষ্টায় তৎপর হই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহু

নিউজ ডেস্ক :: বাংলাদেশ  আদর্র্শ শিক্ষক ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন,এ দেশের মানুষ শেখ মুজিবের স্বৈর শাষন দেখেছে,এরশাদ সরকারের স্বৈর শাষন দেখেছে,সর্বশেষ ফ্যাসিষ্ট পলাতক হাসিনার স্বৈর শাষন দেখা হয়ে গেল। এ দেশের মানুষ স্বৈর শাষকদের শাসন আর দেখতে চায় না। এখন এ দেশের মানুষ ইসলামী আদর্র্শে গড়ে ওঠা শাষকের শাষন ব্যবস্থা দেখতে চায়।

তিনি শনিবার (২৮সেপ্টেম্বর) সকালে কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডরেশন আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।

কলারোয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান খান বিপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কলােেরায়া আলিয়া মাদ্র্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আহম্মদ আলী,সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক ইউুনুুছ আলী বাবু,প্রভাষক ওসমান গনি, অধ্যাপক মহিদুর রহমান,কলারোয়া মডেল হাই স্কুলের সহ কারী শিক্ষক কামারুজ্জামান,কলারোয়া প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ময়জুদ্দীন আহমেদ,মাষ্টার আব্দুর রাজ্জাাক প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় আরো বলেন, সম্মানিত ভায়েরা আমরা সবাই কলারোযয়া উপজেলার একেক জন আদর্শ শিক্ষক, আমারা যদি আমাদের সনন্তানদেরকে ইসলামের আদর্র্শিক শিক্ষায় শিক্ষত করতে না পারি তাহেেল আমরা কলারোযার মানুষ শান্তিতে থাকতে পারবো না।একটি দেশে যখন একদল সৎ, খোদা ভীরু,চরিত্রবান লোকদের দ্বারা পরিচারিত হয় কেবল তখনই সত্যিকােেরর শান্তি ফিরে আসে।

তিনি আরো বলেন, আসুন আমরা একদল সৎ খোদাভীরু ও ইসলামী আদর্শ লালন করা মানুষকে নিয়ে এ দেশে ইসলামী আদর্শ প্রতিষ্টায় তৎপর হই। তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দু’ জনকে দিয়ে তিনটি মন্ত্রনালয় পরিচালিত হয়েছিল, পরে তাদেরেেক মিথ্যা মামলায় ফাসি দিয়ে হত্যা করা হয়েছে কিন্তু তাদের মন্ত্রনালয়ে কোন প্রকার দুূর্র্র্নিতি খুজে পাওয়া যায়নি।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মাওঃ তৌহিদুর রহমান।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ার মির্জাপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 
  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই : দাফন সম্পন্ন
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন 
  • কলারোয়ার খোরদোয় যুবদলের কর্মী সমাবেশ  
  • কলারোয়ায় বিএনপির সভায় সাবেক এমপি হাবিব – সবার আগে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে
  • কলারোয়ায় সাবেক ছাত্রদল নেতা টিপুর মায়ের ইন্তেকাল 
  • কলারোয়ার সাবেক মেয়র আক্তারুলের পিতার দোয়া অনুষ্ঠানে শরিক হওয়ার আবেদন