কলারোয়া বেত্রবতী হাইস্কুলেঈদ-ই-মিলাদুন্নবী(স:) উদযাপন 

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, সহকারী শিক্ষক মশিউর রহমান, আনারুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ। সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, শেখ মহিরুল ইসলাম, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী, শিক্ষার্থী আ.রহিম, সাজিবুল ইসলাম সাজু, আল শাহারিয়ার, রানা হোসেন, সোহেল তানভীর, সুরাইয়া ইয়াসমিন তন্নী, জেরিন তাবাচ্ছুম মেধা, রিফাজ হোসেন, নাদিমুল ইসলাম, আজওয়াদ রাফিদ খান চৌধুরী প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • সন্তানের প্রতি মা-বাবার যে দায়িত্ব কর্তব্য থাকে, শিক্ষকতা তেমন ভাবেই করেছি-  অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুলতানা কামরুন্নেছা
  • সন্তানের প্রতি মা-বাবার যে দায়িত্ব কর্তব্য থাকে, শিক্ষকতা তেমন ভাবেই করেছি
  • আসুন আমরা ইসলামী আদর্শ প্রতিষ্টায় তৎপর হই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহু
  • কলারোয়ার পাঁচপোতায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ নানা দাবিতে কলারোয়ায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ
  • কলারোয়া সরকারি কলেজ অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতাদের মতবিনিময় 
  • কলারোয়ায় শ্রমিক নেতা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন