সাতক্ষীরায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা :: ছাত্র—জনতার যুগপৎ অন্দোলনের বিজয়কে টেকসই ও অর্থবহ করতে দল—মত নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা।
মঙ্গলবার (২৭ আগস্ট) শহরের মুন্সিপাড়াস্থ জামায়াত কার্যালয়ের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ইউনিট সভাপতি সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য জামশেদ আলম, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, সহ: সেক্রেটারী হাবিবুর রহমান, এড আবু তালেক, মাষ্টার বদিউজ্জামান প্রমুখ্য।
২৭/০৮/২৪
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরার কুল্যায় প্রাথমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়রবিস্তারিত…
উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন মোঃ খলিলুর রহমান
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে সম্মিলিতবিস্তারিত…