সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ৫ কোটি টাকার এলএসডি উদ্ধার

ডেস্ক নিউজ :: সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে ৫ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ‘এলএসডি’ জব্দ করেছে বিজিবি। ২৭ আগস্ট, মঙ্গলবার বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, মাদকের একটি চালান আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল দেবহাটা সীমান্তে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেখান থেকে ১০০ মিলিগ্রামের পাঁচ বোতল ভারতীয় এলএসডি ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আন্দোলনে নিহত সাতক্ষীরার শহীদ আসিফের পরিবারের পাশে সাবেক এমপি হাবিব
  • পাইকগাছায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্রাণ বিতারন
  • আসিফের কবর জিয়ারত করলেন সাতক্ষীরার ডিসি-এসপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত
  • দেবহাটায় পবিত্র আশুরা পালন