সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ৫ কোটি টাকার এলএসডি উদ্ধার

ডেস্ক নিউজ :: সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে ৫ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ‘এলএসডি’ জব্দ করেছে বিজিবি। ২৭ আগস্ট, মঙ্গলবার বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, মাদকের একটি চালান আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল দেবহাটা সীমান্তে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেখান থেকে ১০০ মিলিগ্রামের পাঁচ বোতল ভারতীয় এলএসডি ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ইফতার মাহফিল
  • দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময়
  • দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধন
  • ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
  • সন্ন্যাসীরচক ইমামুদ্দীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর
  • দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভা
  • দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু
  • দেবহাটার সখিপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা