সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ৫ কোটি টাকার এলএসডি উদ্ধার

ডেস্ক নিউজ :: সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে ৫ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ‘এলএসডি’ জব্দ করেছে বিজিবি। ২৭ আগস্ট, মঙ্গলবার বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, মাদকের একটি চালান আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল দেবহাটা সীমান্তে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেখান থেকে ১০০ মিলিগ্রামের পাঁচ বোতল ভারতীয় এলএসডি ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
সম্পর্কিত সংবাদ

দেবহাটা প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) প্রেসক্লাবেরবিস্তারিত…

জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হলেন দরদির প্রতিষ্ঠাতা মামুন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা থেকে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহবিস্তারিত…