পুরোপুরি নিষিদ্ধ থাকালেও :শ্যামনগরের রাস্তায় দেখা মিলছে অবৈধ ডাম্পারের চলাচল,বাড়ছে দুর্ঘটনা

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন সড়ক-মহাসড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ইটভাটার মাটি, বালু ও ইট বহনকারী  অবৈধ ডাম্পার । ২০২৩ সালে থেকে সাতক্ষীরা জেলায় যন্ত্রদানব ডাম্পার চলাচল পুরোপুরি ভাবে নিষিদ্ধ করা হয়।
এই ডাম্পারের তাণ্ডবে সড়ক অবকাঠামো ভেঙে পড়ছে, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং ধুলাবালি ও শব্দদূষণের কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনজীবন হয়ে উঠেছে অসহনীয়।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এসব অবৈধ যানবাহনের চলাচল হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। অদৃশ্য কারণেই এ বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে দাবি তাদের। শ্যামনগরের বাসিন্দা আবুল কাশেম জানান, প্রতিদিন মাটি, বালু ও ইটবাহী ডাম্পার  চলাচলের ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কগুলোর কারপেটিং উঠে যাচ্ছে। অতিরিক্ত ও জনের কারণে সড়কে গভীর গর্ত সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে।

তিনি আরো জানান, এসব যানবাহনের চালকদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই বা কম বয়সি শিশু। ফলে অনভিজ্ঞতার কারণেও দুর্ঘটনা ঘটছে। রমজান নগর ইউনিয়নের আবুল বাসার গাজী বলেন, প্রতিনিয়ত ডাম্পারের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন শিশুসহ সকল বয়সের মানুষরা । দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো দরকার। কোটি কোটি টাকা খরচ করে নির্মিত সড়কগুলো এই অবৈধ যানবাহনের কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

এভাবে চলতে থাকলে পুরো এলাকার পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি আলমগীর সিদ্দিকী বলেন, প্রতিদিন শ্যামনগর মূল সড়ক দিয়ে কয়েক শত ডাম্পার  চলাচল করে। এসব গাড়ির অতিরিক্ত ওজনের কারণে সড়কে বেহাল দোসা । প্রশাসনের উচিত দ্রুত এই বিষয়টি সমাধান করা।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের সহায়তা নিয়ে আরো কার্যকর ব্যবস্থা নেয়া হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন কারা হবে।





সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরের পথ শিশু তামিমকে সাতক্ষীরা শিশু পরিবারে হস্তান্তর
  • শ্যামনগর হাটে-বাজারে ভেজাল সারে সয়লাব উৎপাদন হচ্ছে ব্যহত, প্রতারিত হচ্ছে কৃষক।
  • সুন্দরবন উপকুলীয় বাঘবিধবা নারীদের গল্প
  • শ্যামনগরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
  • শ্যামনগরে কাশিমাড়ী সর: প্রাথ: বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন
  • শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে দেখা দিচ্ছে কৃষি জমির সংকট
  • লিডার্সের আয়োজনে সেবাদান কারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ