পুরোপুরি নিষিদ্ধ থাকালেও :শ্যামনগরের রাস্তায় দেখা মিলছে অবৈধ ডাম্পারের চলাচল,বাড়ছে দুর্ঘটনা
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এসব অবৈধ যানবাহনের চলাচল হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। অদৃশ্য কারণেই এ বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে দাবি তাদের। শ্যামনগরের বাসিন্দা আবুল কাশেম জানান, প্রতিদিন মাটি, বালু ও ইটবাহী ডাম্পার চলাচলের ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কগুলোর কারপেটিং উঠে যাচ্ছে। অতিরিক্ত ও জনের কারণে সড়কে গভীর গর্ত সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে।
তিনি আরো জানান, এসব যানবাহনের চালকদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই বা কম বয়সি শিশু। ফলে অনভিজ্ঞতার কারণেও দুর্ঘটনা ঘটছে। রমজান নগর ইউনিয়নের আবুল বাসার গাজী বলেন, প্রতিনিয়ত ডাম্পারের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন শিশুসহ সকল বয়সের মানুষরা । দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো দরকার। কোটি কোটি টাকা খরচ করে নির্মিত সড়কগুলো এই অবৈধ যানবাহনের কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।
এভাবে চলতে থাকলে পুরো এলাকার পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি আলমগীর সিদ্দিকী বলেন, প্রতিদিন শ্যামনগর মূল সড়ক দিয়ে কয়েক শত ডাম্পার চলাচল করে। এসব গাড়ির অতিরিক্ত ওজনের কারণে সড়কে বেহাল দোসা । প্রশাসনের উচিত দ্রুত এই বিষয়টি সমাধান করা।
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনে বেড়েছে গরানগাছ, কাটার অনুমতি না থাকায়, সরকার বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের দিয়ে বয়ে যাওয়া নদীর দুই পাড়েবিস্তারিত…
দীপ্তমান ছাত্রসমাজ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মুহাম্মদ হাফিজ ::: দীপ্তমান ছাত্রসমাজ এর উদ্যোগে সমাজের অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝেবিস্তারিত…