শ্যামনগরে লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
শ্যামনগর প্রতিনিধি :: মঙ্গলবার ১২ নভেম্বর সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রধান কার্যালয়ে দুইদিন ব্যাপী লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণের আয়োজন করেছে লিডার্স ও গিভ বাংলাদেশ ফাউন্ডেশন। উপকূলীয় এলাকার কৃষকদের সহায়তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমারবর্মন।এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএডিসি র উপপরিচালক মোঃরমিজুর রহমান, বিনার বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমাজহারুল ইসলাম, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বিএম জাকারিয়া, গিভ বাংলাদেশের প্রতিনিধিসহ আরো অনেকে। সভার সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “লবণ সহিষ্ণু ধান চাষ উপকূলীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই উদ্যোগতা দের জীবন মানউন্নয়নের পাশাপাশি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গিভবাংলাদেশফাউন্ডেশনেরপ্রতিনিধিবলেন, “লবণসহিষ্ণুধানেরজাতউদ্ভাবন ও চাষেরমাধ্যমেকৃষকদেরপ্রাকৃতিকচ্যালেঞ্জমোকাবিলায়সহযোগিতাকরাসম্ভব। এইপ্রশিক্ষণেরমাধ্যমেআমরাতাদেরআধুনিককৃষিপ্রযুক্তি ও জ্ঞানপ্রদানকরতেপারছি, যাতাদেরফলনবাড়াতেসহায়তাকরবে।”
প্রশিক্ষণেঅংশগ্রহণকারীকৃষকদেরলবণসহিষ্ণুধানেরবিভিন্নজাত, চাষপদ্ধতি, বীজউৎপাদনএবংসংরক্ষণেরআধুনিককৌশলসম্পর্কেবিস্তারিতধারণাদেওয়াহচ্ছে। প্রশিক্ষণেরশেষেঅংশগ্রহণকারীদেরধানবীজসংরক্ষণেরপাত্রপ্রদানকরাহবেএবংদীর্ঘমেয়াদীসহযোগিতারপ্রতিশ্রুতিদেওয়াহবে।
এইপ্রশিক্ষণকার্যক্রমউপকূলীয়কৃষকদেরজন্যএকটিযুগান্তকারীউদ্যোগহিসেবেকাজকরবেবলেআয়োজকেরাআশাবাদব্যক্তকরেছেন।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে ইউএনওর সাথে মতবিনিময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দদের
শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন এর সাথে বুধবার সকালে বাংলাদেশবিস্তারিত…
শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :: ফেইথ ইন এ্যাকশন একটি বেসরকারি, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক উন্নয়ন ও খ্রিস্টিয়ানবিস্তারিত…