কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা
তবিবুর রহমান :: কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসা থেকে ২০২৪ সালে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জয়নাল আবদীন।
প্রধান অতিথির বক্তব্যে মো: জয়নাল আবদীন বলেন, দাখিল ও আলিম পরীক্ষায় যারা মেধার স্বাক্ষর রেখেছো তোমাদের সবাইকে অভিনন্দন। তোমাদের এ অর্জন ধরে রাখতে হবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে রয়েছে। বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীরা নৈতিক চরিত্রে বলীয়ান হয়ে সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে ভূমিকা পালন করতে পারবে। মানব সেবা ও সমাজ সেবায় নিজেকে সপে দিতে হবে। তোমরা আলোকিত ভাল মানুষ হবে। তোমাদের কাছে মুসলিম জাতি প্রত্যাশা করে মুসলিমদের গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস ফিরিয়ে আনতে হবে। কুরআনের সাথে আধুনিক জ্ঞানের সংমিশ্রন ঘটিয়ে বিজ্ঞান চর্চায় এগিয়ে আসতে হবে। মাদরাসার শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকশিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সাবেক অধ্যক্ষ এবিএম মহিউদ্দিন, কুশখালি দাখিল মাদরাসার সুপার মাওলানা আনোয়ার ইলাহী, বোয়ালিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার আলতাফ হোসেন, বাকশা হাঠাৎগঞ্জ দাখিল মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন প্রমুখ।
কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: অহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো: আব্দুস সবুর ও আরবী প্রভাষক মোহাম্মদ শামসুল আলম।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় বিএনপির সভায় সাবেক এমপি হাবিব – সবার আগে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে
কামরুল হাসান :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুলবিস্তারিত…
কলারোয়ায় সাবেক ছাত্রদল নেতা টিপুর মায়ের ইন্তেকাল
কামরুল হাসান :: কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শিক্ষক অহিদুজ্জামান টিপুর মাতা ও মির্জাপুরবিস্তারিত…