কলারোয়ায় খুনি হাসিনার বিচারের দাবিতে বিএনপির মিছিল ও সমাবেশ

কামরুল হাসান।। দেশব্যাপী বিএনপি ঘোষিত ৩দিনের কর্মসূচির প্রথম দিনে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে অসংখ্য নিরীহ মানুষ হত্যাকারী খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ই আগষ্ট)বেলা ১২ টার দিকে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়াস্থ বাড়ির সামনে থেকে বের হওয়া একটি বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলার সকল ইউনিয়ন থেকে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা কর্মসূচিতে উপস্থিত হয়। তারা বলেন- সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে কথিত মামলায় ৭০ বছরের হাস্যকর সাজাসহ অন্যান্য নেতাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে তাদের নি:শর্ত মুক্তি দিতে হবে।

নেতা কর্মীরা বক্তব্যে আরো বলেন, দীর্ঘবছর ধরে কলারোয়াতে শান্তিপূর্ণভাবে দলীয় কোন কর্মসূচি পালন করতে দেয়নি তৎকালীন স্বৈরাচারী সরকার। তারা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সকল নেতাকর্মীকে শান্ত থাকার জন্য বারবার তাগিদ দিচ্ছি। তার মানে এই নয় যে, এই সুযোগে আওয়ামী সন্ত্রাসীরা কোন অপকর্ম অপতৎপরতা চালানোর চেষ্টা চালাবে। আগামী ১৫ই আগষ্ট যেনো আওয়ামী লীগের কোনো লোক শোক দিবস পালন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আ. রশিদ মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে প্রাক্তন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার সহিদুল ইসলাম, সরকারি কলেজের সাবেক জিএস মীর রফিকুল ইসলাম, খালিদ খান, যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ, যুবদল নেতা আবু জাফর, মাস্টার মনিরুজ্জামান, বিএনপি নেতা মাহফুজার রহমান খান চৌধুরী, নূরুল ইসলাম, শওকত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ হোসেন, মূসা কারীম, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা প্রভাষক আ.সালাম দিলু, দোয়েল,পৌর ছাত্রদলের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক জি এম সোহেল, যুবদল নেতা হাবিল, বাবলুসহ ১২টি ইউনিয়ন, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • এমপি হাবিবের গনসংবর্ধনা হবে আজ বিকাল তিনটায়
  • কলারােয়ায় গণঅধিকার পরিষদের আনন্দ র‍্যালি ও গণসংযােগ
  • কলারোয়ায় ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ 
  • কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির প্রস্তুতি সভা
  • কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির প্রস্তুতি সভা
  • অবশেষে মুক্তি পেলেন কলরোয়া পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র
  • কলারোয়ায় দীর্ঘ কারাভোগের পর বিএনপি নেতাদের মুক্তিলাভ
  • হাসিনার কথিত গাড়িবহর হামলার মিথ্যা মামলায় আরও ২৫ আসামির মুক্তি লাভ