দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি:: দেবহাটায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবহাটা ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। আর এই স্বাধীনতা ধরে রাখতে হলে সকলে নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ৬দফা দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপী কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ সাতক্ষীরা আই এইচ টি শাখা । এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের আই এইচ টি জেলা আহ্বায়ক তানভীর ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব মোছানুর রহমান, যুগ্ম সদস্য সচিব জুলি আক্তার, আনিসুর রহমান, জুঁই , আনিকা, নূর জাহান। এসময় মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের নের্তৃবৃন্দরা ৬ দফা দাবি সম্পর্কে মেডিকেল টেকনোলজিদের অবহিত করে তাদের পাশে থাকার আহ্বান জানান।
« সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কলারোয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন »
সম্পর্কিত সংবাদ

গণমাধ্যমসহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত
ভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হলো। এসব চ্যানেলের বিরুদ্ধে উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীলবিস্তারিত…

কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি। আগামী ১০ মে কালিগঞ্জ উপজেলার সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনবিস্তারিত…