কলারোয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

 

এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি র উদ্যোগেঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৭ নভেম্বর) সাড়ে ১২টায় তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির  মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনের পরিচালনায়  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হোসেন, সহ.সভাপতি আখলাকুর রহমান শেলি, যুগ্ম সম্পাদক শওকত হোসেন, সাংগঠনিক সম্পাাদক গোলাম রসুল, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, স্বেচ্ছাসেবক দলের মোশারফ হোসেন, আব্দুস সালাম দিলু, ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহম্মেদ সাজুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশের দেশপ্রেমিক সৈনিক জনতা আধিপত্যবাদকে ও তাদের দোসরদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করে। সিপাহি-জনতার বিপ্লবের পর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর দেশের অবস্থা পরিবর্তন করেন। জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করে বহদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন। আলোচনা সভা শেষে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনায় বিশেষ দোয়া- মোনাজাত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া সীমান্তে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান।। ৩০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন—সাবেক এমপি হাবিব
  • শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে আছি থাকবো
  • বিএনপি’র লিফলেট বিতরণ করলেন মেয়র আক্তারুল ইসলাম
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে চাই…..সাবেক এমপি হাবিব
  • কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা