মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে ফখরুলের থাপ্পড়
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়া ডা. শাহাদাত হোসেনকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মেজাজ হারিয়ে দলীয় এক কর্মীকে থাপ্পড় দিয়ে বসেন তিনি।
রোববার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, রোববার বেলা ১২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানতে আসেন বিএনপির হাজারো নেতাকর্মী। এই সময় মাজারের প্রবেশমুখে নেতাকর্মীরা হুড়োহুড়ি শুরু করলে কয়েকজন গিয়ে মির্জা ফখরুলের গায়ের ওপর পড়েন। এ সময় তিনি নেতাকর্মীদের শৃঙ্খলভাবে থাকার পরামর্শ দেন। কিন্তু এরপরও এক কর্মী তার গায়ের ওপর পড়ে যান। তখন মেজাজ হারিয়ে ওই কর্মীকে থাপ্পড় দেন বিএনপির এই নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, সেই সময় গরমে কিছুটা অসুস্থতা বোধ করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীরা হুড়োহুড়ি করতে গিয়ে কয়েকবার তার গায়ের ওপর গিয়ে পড়েন। বারবার তিনি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে অনুরোধ করেন। কিন্তু এরপর এক কর্মী খুব জোরে এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন। যার কারণে কিছুটা মেজাজ হারিয়ে থাপ্পড় দিয়ে বসেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো সমস্যা হয়নি। ওই কর্মীও তার ভুল বুঝতে পারে। সেখানে ঘটনা শেষ হয়ে যায়।
এ প্রসঙ্গে জানতে মির্জা ফখরুলকে একাধিকবার ফোন দেওয়া হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পর্কিত সংবাদ
ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদে বামজোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি :: সম্প্রতি ভারতের আগরতলা, কলকাতা ও বোম্বেতে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে আক্রমণ ও বাংলাদেশেরবিস্তারিত…
ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে বিএনপির তিন সংগঠন
নিউজ ডেস্ক :: আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়েবিস্তারিত…