লেবাননের পূর্বাঞ্চলে ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত ৬০

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক ::  যুদ্ধ শুরুর পর থেকে এই হামলা ‘সবচেয়ে মারাত্মক’ বলছেন লেবাননের স্থানীয়রা,এই হামলার আগে কোনো ধরণের উচ্ছেদ সতর্কতা দেয়নি ইসরায়েলি বাহিনী। লেবাননের বালবেক শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত ২ শিশুসহ কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮ জন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শংকা করছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেকের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। মূলত হামলার পর বেকা উপত্যকার ১২টি এলাকা থেকে প্রাণহানির এই তথ্য পাওয়া গেছে।

হামলার পর হতাহতের এই পরিসংখ্যান এখনো প্রাথমিক বলে মনে করা হচ্ছে, কারণ উদ্ধার তৎপরতা এখনো চলছে। নিহত ৬০ জনের মধ্যে বালবেক শহরের পশ্চিমে আইন আল আলাক নামক স্থানে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। বালবেকের গভর্নর বাচির খোদর এই হামলাকে দুই পক্ষের সংঘাত শুরু হওয়ার পর থেকে এই এলাকায় ‘সবচেয়ে হিংসাত্মক’ হামলা বলে অভিহিত করেছেন।

বালবেক বেকা উপত্যকার একটি দরিদ্র অঞ্চল যা সিরিয়ার সীমান্তবর্তী। সোমবার ভয়াবহ এই হামলার আগে কোনো উচ্ছেদ সতর্কতা দেয়নি ইসরায়েলি বাহিনী। স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, গত মাসের শেষের দিকে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত লেবাননে মোট ১,৭০০ জনের বেশি নিহত হয়েছে।

তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।জাতিসংঘের অভিবাসন সংস্থার মতে, যুদ্ধের কারণে অন্তত ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধে ৮ লাখেরও বেশি লেবাননের অভ্যন্তরে রয়েছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ লাখেরও বেশি মানুষ সিরিয়ায় প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই সিরিয়ান।

সূত্র :দেশ রূপান্তর নিউজ





সম্পর্কিত সংবাদ

  • মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৬৬ অবৈধ অভিবাসী আটক
  • টিউলিপের ১০ বছর জেল হতে পারে!
  • গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২০ ফিলিস্তিনির লাশ উদ্ধার
  • কলকাতা বইমেলায় ঢুকতে দিচ্ছেন না মমতা, অভিযোগ তসলিমার
  • আটলান্টা ফোবানা সম্মেলনের যাত্রা শুরু, বেড়েছে পরিধি  
  • প্রাকৃতিক গ্যাস সরবরাহ : ট্রাম্প প্রশাসনের সাথে বৃহৎ চুক্তি বাংলাদেশের
  • নিউ ইয়র্কে ২৭ শিল্পী-কলাকুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ডস
  • ট্রাম্পের ক্ষমতাগ্রহণ নিয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাস কতটা বাস্তবিক?