কেমিস্টসদের ১০ বছরের জেল ও অর্থ দণ্ড প্রত্যাহারের দাবি
নিউজ ডেস্ক :: ড্রাগ ও কসমোটিকস আইন অনুসারে কেমিস্টসদের ১০ বছরের জেল ও অর্থদণ্ড প্রত্যাহার, ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ, বিদেশে পলাতক বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. শাহ জালাল বাচ্চুর পদত্যাগ, ভারপ্রাপ্ত সভাপতি মো. ময়নুল হক চৌধুরীর ডাকা সিলেটের পরিচালনা পর্ষদের সভা বন্ধ এবং বিসিডিএসের কেন্দ্রীয় পরিচালকদের মতামতের ভিত্তিতে নতুন সভাপতি নির্বাচনসহ ১৮ দফা দাবি জানিয়েছেন কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) বর্তমান ও সাবেক পরিচালকরা।বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মিটফোর্ডে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক আনোয়ার হোসেন মিরধা বেলু লিখিত বক্তব্যে বলেন, নতুন করে ওষুধের দোকানের নিবন্ধন বা নবায়ন করতে ঔষধ প্রশাসনে একাধিকবার যাওয়া-আসায় ঝামেলা পোহাতে হয়। এসব ঝামেলা এড়াতে নতুন নিবন্ধন ইস্যু বা নবায়ন অনলাইনভিত্তিক চালু করতে হবে। বৈধ অনুমতি ছাড়া অনলাইনে ওষুধ বিক্রয় বন্ধ করতে হবে।তিনি আরও বলেন, কেমিষ্টস সমাজের দীর্ঘদিনের প্রাণের দাবি সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয় একযোগে সারা দেশে চালু করতে হবে।হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা চলবে না।
একই সঙ্গে ড্রাগ ও কসমোটিকস ২০২৩ আইনে কেমিস্টসদের ১০ বছরের জেল ও অর্থদণ্ড সম্পূর্ণ প্রত্যাহার করা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেরত নেওয়ার ক্ষেত্রে নীতিমালা তৈরির উদ্যোগ নিতে হবে সরকারকে। পাইকারি ওষুধের জন্য লভ্যাংশ কমিশন ভিত্তিক করতে হবে। ঔষধ প্রশাসন থেকে ডিএআর নম্বর বিহীন ঔষধ/ফুড সাপ্লিমেন্ট না লেখার জন্য চিকিৎসকদের নির্দেশনা দিতে হবে। ঔষধ ব্যবসায় শৃঙ্খলা বজায় রাখতে সকল কেমিস্টসদের জন্য সমিতির সদস্যপদ অতিসত্বর বাধ্যতামূলক করতে হবে।
এছাড়াও সি গ্রেডের ফার্মেসি কোর্স চালু এবং ঔষধ শিল্প সমিতির ওষুধ বিক্রয়ের কমিশন ২৫ শতাংশ করতে হবে। ইনজেকশনে ৩০ রোগী অসুস্থ, তদন্তের নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের এ সময় আনোয়ার হোসেন মিরধা বলেন, পলাতক সভাপতি মো. শাহ্ জালাল বাচ্চু কে অবিলম্বে বিসিডিএস সভাপতি পদ হতে পদত্যাগের দাবি জানায়। আগামী ১৯ অক্টোবর তথাকথিত ভারপ্রাপ্ত সভাপতি মো. ময়নুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেটের পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়া বিসিডিএসের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।নিয়ম অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা বাংলা মোটর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হকের নেতৃত্বে হতে হবে।
সংগঠনের পরিচালকদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবে। এ ছাড়াও দ্রুত গঠনতন্ত্র সংশোধন করে প্রস্তাবিত জেলা কমিটি, থানা কমিটি সুষ্ঠু প্রক্রিয়ায় পুনঃগঠন করতে হবে। বিসিডিএসের সাবেক পরিচালক জাকির হোসেন রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিসিডিএসের পরিচালক আতাউর রহমান খোকা, সিএম জাকারিয়া, মাজহারুল ইসলাম চঞ্চল, সাবেক পরিচালক কাজী রফিকুল ইসলাম, ঢাকা জেলা বিসিডিএসের সদস্য ইমাম হোসেন চুন্নু প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা নেতা-কর্মীদের বড়লোক বানিয়ে দেশকে দেউলিয়া করেছে : টুকু
নিউজ ডেস্ক ::শেখ হাসিনা নেতা-কর্মীদের বড়লোক বানিয়ে দেশকে দেউলিয়া করেছেন বলে মন্তব্য করে বিএনপির জাতীয়বিস্তারিত…
সোনার দামে নতুন রেকর্ড
নিউজ ডেস্ক :: ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২বিস্তারিত…