ঢাবির গাছে গাছে পাখির বাসা স্থাপন ছাত্রদলের

নিউজ  ডেস্ক  :: পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন গাছে মাটির হাঁড়ি বেঁধে পাখির নিরাপদ বাসা স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর, কেন্দ্রীয় লাইব্রেরি, ডাকসু, মধুর ক্যান্টিন ও কলা ভবন এলাকার বিভিন্ন জায়গায় এই পাখির বাসা স্থাপন করা হয়।

ঢাবির গাছে গাছে পাখির বাসা স্থাপন ছাত্রদলের এই কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ করতে যেমন ছাত্রদল কাজ করছে তেমনই পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবেও যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে উঠে সেই চেষ্টা করছে। যানবাহন ও অপরিকল্পিত নগরায়নের প্রভাবে ঢাকা শহর আজ পাখিশূন্য হয়ে যাচ্ছে।
এই জায়গাটি আমাদের ব্যথিত করে। তাই আমাদের ক্যাম্পাস থেকে আমরা কাজ শুরু করলাম, অন্যরাও যেন এমন উদ্যোগ নিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করে।কর্মসূচিতে সৈকত মোর্শেদ, ইমাম আল নাসের মিশুক, ফাহিম ফয়সাল, সাইফ খান, আকিব জাবেদ রাফি, মানিউল পাঠান শান্ত, মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল কাফি, রুহুল আমিন সবুজ এবং সাকিবসহ সংগঠনটির প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন।
সূত্র :কালবেলা নিউজ


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন রাজীব কুমার বাছাড় 
  • কৃতি সম্মাননা পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান জাওয়াদ মুতাম্মিম
  • মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষায় উত্তির্ণ কাশিমাড়ীর কৃতি সন্তান ওয়াহিদুল্ল্যাহ
  • সাতক্ষীরার ঢাবি পড়ুয়াদের ‘ডুসাস’ এর নির্বাচন অনুষ্ঠিত
  • সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই  দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
  • নড়েরাবাদ চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাবাসীর গৌরব
  • আদালতের নিষেধাজ্ঞা ও মামলা থাকলেও চলমান সত্বেও স্থাপনা নির্মাণ অব্যাহত
  • সৈয়দপুরে নয়াবাজার সর: প্রাথ: বিদ্যালয়ে বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের উদ্বোধন