কু-প্রস্তাবে রাজী না হওয়ায় ভাসুরের হামলায় মারাত্নক আহত রেখা খাতুন

নিউজ ডেস্ক :: কূপ্রস্তবে রাজি না হওয়ায় পিটিয়ে আহত করেছে রেখা খাতুন (৩৫)কে। রেখা সতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

ঘটনার বিবরণে জানা যায়, দীীর্য় দিন ধরে রেখাকে তার ভাসুর মোকলেছুর রহমান প্রায়ই কূূ প্রস্তাব দিয়ে আসছিলো। রেখা তার ভাসুরের কূ-প্রস্তাবে রাজি হতো না। এতে ক্ষীপ্ত হয়ে মোকলেছুর তার ছোট ভাইয়েয়র বউ রেখাকে পিটিয়ে আহত করেছে। শুধু রেখাকেই নয় তার স্বামী মিজানুরকে ও পিটিয়ে মারত্নক ভাবে আহত করেছে।

রেখার স্বামী মিজানুর জানান,দীর্ঘ দিন ধরে পিতার ভিটা বাড়ির ৭ কাটা জমিতে আমরা দু’ভাই বসবাস কর আসছি। বড় ভাই মোকলেছুর তার লালসা মিটাতে না পেরে তিন বোনকে জানায় ঐ জমিতে তাদের ভাগ রয়েছে। মিজানুরের কাছ থেকে তাদের জমি উদ্ধার করতে হবে।

বড় ভাইয়ের কথা মতো মিজানুরের তিন বোন সুফিয়া,নাছিমা, অলিমা বড় ভাই মোকলেছুর ও তার স্ত্রীর নেতৃত্বে গত রবিবার ৯ সেপ্টেম্বর তাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করার জন্য হামলা চালায়। রাত ১১ টার দিকে হামলা কারীদের ডাক চিৎকারে মিজানুর ও রেখা ঘরের বাইরে আসার সাথে সাথেই তাদের উপর এলোপাতাড়ী হামলা শুরু হয়। দেশীয় অস্ত্র সস্ত্র ও লাটিসোটা দিয়ে তারা হামলা চালায়। এক পর্যায়ে মিজনুরের গলায় দড়ি ফাঁসি দিয়ে স্বাসরোধ করে ফেলে। ঐ সময় রেখার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। মিজানুর ও রেখাকে মারাত্নক আহত অবস্থায় কলারোয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তারা এখন হাসাপাতলের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মিজানুর ও রেখা দম্পতির কোন সন্তান নেই। তারা নিঃসন্তান দম্পত্তি।
হামলাকারীরা মিজানুরের ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা ও একটি এনড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।

মিজানুর জানান,একটু সুস্থ্য হলে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবো।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ার মির্জাপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 
  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই : দাফন সম্পন্ন
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন 
  • কলারোয়ার খোরদোয় যুবদলের কর্মী সমাবেশ  
  • কলারোয়ায় বিএনপির সভায় সাবেক এমপি হাবিব – সবার আগে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে
  • কলারোয়ায় সাবেক ছাত্রদল নেতা টিপুর মায়ের ইন্তেকাল 
  • কলারোয়ার সাবেক মেয়র আক্তারুলের পিতার দোয়া অনুষ্ঠানে শরিক হওয়ার আবেদন