শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল সাতক্ষীরায়
নিউজ ডেস্ক :: ৯ দফা দাবীতে সাতক্ষীরায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে সাতক্ষীরা শহরের অভ্যন্তরে ২ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার সকালে ১১টায় শহরের খুলনা রোড মোড় থেকে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার খুলনা রোড মোড়ে এসে অবস্থান গ্রহণ করেন। এসময় তারা রাস্তা বন্ধ করে বিভিন্ন স্লোগান দেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না বলে নিশ্চয়তা দিলে পুলিশ তাদের শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা করেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইমরান হোসেন, এস কে আবির, খায়রুল হোসেন,ইকরামুল কবীর প্রমূখ।পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে খুলনা রোড মোড় থেকে মিছিল নিয়ে নারকেলতলা এলাকায় গিয়ে মিছিল শেষ হয়।
সহস্রাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে খুলনা রোড মোড়ে জড়ো হলে আশে পাশের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। এসময় বিক্ষোভ মিছিলে অনেক পথচারী ও সাধারণ মানুসকে সম্পৃক্ত হতে দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন, দেশব্যাপী শিক্ষার্থী ও নাগরিকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত নয় দফা দাবি আদায়ে আমরা বিক্ষোভ করছি। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচী চালিয়ে যাব।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ সমাবেশ শেষ করেছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে এক কেজি ৪৮৩ গ্রাম ওজনেরবিস্তারিত…
নাগরিক টেলিভিশনে নিয়োগ পেলেন সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: বেসরকারি জনপ্রিয় টিভি চ্যানেল নাগরিক টিভিতে সাতক্ষীরা জেলা প্রতিনিধিবিস্তারিত…