দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/08/download-9.jpg?resize=300%2C168&ssl=1)
স্পোর্টস ডেস্ক ::ওয়ানডে বিশ্বকাপের পর সবশেষ টি-২০ বিশ্বকাপেও বাজিমাত করেছে আফগানিস্তান। যার ফল হিসেবে পুরস্কারও পাচ্ছে তারা। বড় দলগুলোও এখন তাদের গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করেছে।
সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজটির আয়োজক। যদিও এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামে ছিল না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের চেয়ারম্যান লসন নাইডু জানিয়েছেন, দুই বোর্ডের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ এক মাইলফলক।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি শেষ হবে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ব নির্ধারিত দুই ম্যাচের টি-২০ এবং তিন ওয়ানডের সিরিজ খেলার ঠিক আগে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড সিরিজ।
সম্পর্কিত সংবাদ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/08/no-available-image.jpg?resize=400%2C200&ssl=1)
কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে ব্রজবাকসা সালিফ-রামিনা একাডেমি সেমিফাইনালে উন্নীত
কামরুল হাসান ::কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় জয়লাভ করে ব্রজবাকসা সালিফ-রামিনা ক্রিকেটবিস্তারিত…
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/34de2a46f1ab5ab6e9868d5ff55dbd3ac47a612bcd2a5af5.jpg?resize=400%2C200&ssl=1)
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম
আগামী মাসে পাকিস্তান ও দু্বাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আসরে তামিমকে বাংলাদেশ পাবে বলেবিস্তারিত…