সাতক্ষীরায় পৌরসভার নারীদের সাথে এমপি সেঁজুতির মতবিনিময়

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের নারীদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

শনিবার বিকেলে সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নারীনেত্রী রেশমা খাতুন।

রুমানা পারভীনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা কৃষকলীগের সহসভাপতি এড. আল মাহামুদ পলাশ, শাহজাহান আলী, আসাদুজ্জামান, প্রকাশ মন্ডল, জাহানারা পারভীন, ফিরোজা খাতুন, সুমনা খাতুন, রিপা খাতুন, ফজিলা খাতুন, তানিয়া পারভীন, আছমা খাতুন, শাহিনা খাতুন, সালেহা বেগম, শাহানারা বেগম, হাফিজা খাতুন, কুলসুম বেগম প্রমুখ।মতবিনিময় সভায় এমপি সেঁজুতি বলেন, আমরা আরব বসন্ত দেখেছি। পৃথিবীর দেশে দেশে অশান্তি ছড়াতে পশ্চিমাদের বিভিন্ন তৎপরতা দেখেছি। দেশে দেশে যুদ্ধ ছড়িয়ে দিতে দেখেছি। গণতন্ত্র আর মানবাধিকারের নামে লাখ লাখ নিরাপদ মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিতে দেখেছি। ফিলিস্তিনী মুসলমানদের নিশ্চিহ্ন করতে তাদেরকে প্রতিনিয়ত বিধ্বংসী মরণাস্ত্র পাঠাতে দেখে চলেছি। সেই গণতন্ত্র আর মানবাধিকারের প্রবক্তারা এবার বাংলাদেশে তাদের থাবা বসাতে চায়। এমপি সেঁজুতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্থিতিশীলতা রক্ষায় নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের নারীদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। শনিবার বিকেলে সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নারীনেত্রী রেশমা খাতুন। রুমানা পারভীনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা কৃষকলীগের সহসভাপতি এড. আল মাহামুদ পলাশ, শাহজাহান আলী, আসাদুজ্জামান, প্রকাশ মন্ডল, জাহানারা পারভীন, ফিরোজা খাতুন, সুমনা খাতুন, রিপা খাতুন, ফজিলা খাতুন, তানিয়া পারভীন, আছমা খাতুন, শাহিনা খাতুন, সালেহা বেগম, শাহানারা বেগম, হাফিজা খাতুন, কুলসুম বেগম প্রমুখ।

মতবিনিময় সভায় এমপি সেঁজুতি বলেন, আমরা আরব বসন্ত দেখেছি। পৃথিবীর দেশে দেশে অশান্তি ছড়াতে পশ্চিমাদের বিভিন্ন তৎপরতা দেখেছি। দেশে দেশে যুদ্ধ ছড়িয়ে দিতে দেখেছি। গণতন্ত্র আর মানবাধিকারের নামে লাখ লাখ নিরাপদ মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিতে দেখেছি। ফিলিস্তিনী মুসলমানদের নিশ্চিহ্ন করতে তাদেরকে প্রতিনিয়ত বিধ্বংসী মরণাস্ত্র পাঠাতে দেখে চলেছি। সেই গণতন্ত্র আর মানবাধিকারের প্রবক্তারা এবার বাংলাদেশে তাদের থাবা বসাতে চায়। এমপি সেঁজুতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্থিতিশীলতা রক্ষায় নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।






সম্পর্কিত সংবাদ

  • নলতা হাই স্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি’র কমিটি গঠন
  • শ্রীরামপুর যুববিভাগের আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।
  • ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
  • পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে সাতক্ষীরা সরকারি কলেজ ঘুরে গেলেন ৫ রোভার স্কাউট
  • অসুস্থ আব্দুস সেলিমকে দেখতে বাড়িতে গেলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ 
  • সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
  • চলমান শীত মৌসুমে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে কম্বল বিতরণ
  • সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান