উন্নয়ন কাজের দ্বিতীয় শ্রেণির ইট ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার সরকারি উন্নয়ন কাজের দ্বিতীয় শ্রেণির ইট ফিরিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মজুদকৃত ইট ব্যবহারের অনুপযোগী হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে শুক্রবার ফেরত পাঠায়। উল্লেখ্য, উপজেলা পরিষদ এলাকায় নির্মিত হচ্ছে ৫শ আসন বিশিষ্ট আধুনিকমানের অডিটরিয়াম। যার নির্মাণ কাজ চলমান রয়েছে। এদিকে নির্মাণ কাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ৫ হাজার ইট নির্মাণ কাজের সামনে প্রধান সড়কে মজুদ করে রাখে। মজুদ রাখা ইট ২য় শ্রেণির হওয়ায় তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নজরে আসে। পরে শিক্ষার্থীরা উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্মার উপস্থিতিতে সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে ব্যবহার অনুপযোগী ২য় শ্রেণির ইট ফেরত পাঠায়। এ সময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ^াস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আসির ফয়সার, অনন্যা রহমান নিশি, ইয়াসিন আরাফাত, ফাহিম শাহরিয়ার সজিব, আকসারা নেওয়াজ চাহাত।
দেলুটীর দুর্গত মানুষের মাঝে যশোর রামকৃষ্ণ মিশনের ত্রাণ সামগ্রী ও শাড়ী বিতরণ
পাইকগাছার দেলুটীর দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও শাড়ী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে যশোর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে কালীনগর, ফুলবাড়ী সহ ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও শাড়ী বিতরণ করা হয়। মিশনের পক্ষ থেকে বিতরণ করেন যশোর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী জ্ঞানপ্রকাশানন্দ জি মহারাজ, সহ-সম্পাদক স্বামী আত্মাভিবানন্দ জি মহারাজ। এ সময় উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রভাষক সঞ্জয় কুমার ঘোষ, পার্থপ্রতীম বাছাড়, ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, ফুলবাড়ী বাজার কমিটির সভাপতি চিন্ময় রায়, ইন্দ্রজিৎ কুমার দাশ, সাগর দত্ত জয়, রোভার স্কাউটস ইকরামুল, উর্মি, সুমাইয়া, তরিকুল, মাসুদ, আসিফ, পাবেল, প্রেমা, ত্রিপর্ণা, পূজা, পম্পা, বিমান, প্রনব ও সজল। মিশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকার ৫শ পরিবারের মাঝে ৪ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি চিড়া, স্যালাইন ও শাড়ী বিতরণ করা হয়।
বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
পাইকগাছার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত ও পুকুর জলাশয়ের বিভিন্ন প্রতিনিধিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার। এ কর্মসূচীর মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ৩৭টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে ৪৫৫ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।
দেলুটী দুর্গত এলাকার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ
পাইকগাছার দেলুটী দুর্গত এলাকার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক অতি বৃষ্টি ও নদী ভাঙ্গনের ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের উফশী রোপা আমন ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এর আওতায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে আমন বীজ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণের আয়োজন করে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশের সভাপতিত্বে বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন।
সম্পর্কিত সংবাদ
সিপিবি খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. বাবুল হাওলাদারের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
খুলনা প্রতিনিধি :: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর কমিটিরবিস্তারিত…
পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠবিস্তারিত…