আশাশুনির আনুলিয়ায় জামাতের কর্মী সম্মেলন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার আনুলিয়ায় জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় ইউনিয়ন জামাত কার্যালয়ে একর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামাতের ইউনিয়ন আমীর মাওলানা হারুন অর রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তাজা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মাওলানা শহীদুল্লাহ, মাওলনা আইয়ুব আলী প্রমুখ। সভায় কর্মীদের মান উন্নয়ন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়।
বড়দলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলার বড়দলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে এ ক্যাম্প পরিচালনা করা হয়।
সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে ও গ্রামীণ চক্ষু মেডিকেল টিমের অর্গানাইজার আরাফাত হোসেনের নেতৃত্বে ক্যাম্পে ১০ জন ডাক্তার বড়দল ইউনিয়নের হতদরিদ্র ৫ শতাধিক নারী-পুরুষকে তাদের চোখের পরীক্ষা, ছানি অপারেশনের জন্য নির্বাচন, চোখের লেন্স বসানো, এক মাসের ঔষধসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও সার্বিক সহযোগিতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আজহারুল ইসলাম মন্টু। এসময় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা।।সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহনবিস্তারিত…
আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতে সমাবেশ ও মিছিল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতেবিস্তারিত…


