দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে একাধিক ‘সন্ত্রাসী’ হামলায় নিহত ৪৬
নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক::পাকিস্তানে একাধিক সংঘর্ষ ও সন্ত্রাসী হামলায় কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই নিহতের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, সোমবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সংঘর্ষ ও হামলায় কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে ১২ ‘চরমপন্থি’ সন্ত্রাসীও রয়েছে বলে জানানো হয়েছে। সোমবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে সন্দেহভাজন একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’। তারা একটি বাস অবরোধ করে যাত্রীদের নামিয়ে আইডি দেখে দেখে গুলি করে হত্যা করে। এটিই পাকিস্তানের সর্বশেষ ‘সন্ত্রাসী’ হামলা। ঘটনাটি ঘটেছে মুসাখেল নামের একটি জেলায়।
এই অঞ্চলে এর আগেও তারা এভাবে যানবাহন থামিয়ে যাত্রীদের নামিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে।পুলিশ সূত্রে জানা হামলাকরীরা হত্যাযজ্ঞ শেষে সেখানে থাকা অন্তত দশটি গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেছেন, হামলাকারীরা বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি থামিয়ে লোকজনের প্রথমে আইডি কার্ড দেখে বেলুচিস্তানে বাহিরের বাসিন্দাদের হত্যা করে।
এদিকে সোমবার রাতে বেলুচিস্তানের কালাত জেলার মহাসড়কে সন্ত্রাসী ও পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন নিরাপত্তাবাহিনীর সদস্যসহ কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। কালাত শহরের পুলিশ প্রধান দোস্তিন দাশতি সাংবাদিকদের এ খবর জানিয়েছেন। সূত্রের তথ্যমতে, মোট ১২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে নিহত করেছে পুলিশ। এছাড়া বেশ কয়েকজন আহতও হয়েছে।
পৃথক আরেক ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানিয়েছে, সশস্ত্র হামলাকারীরা বেশ কয়েক ঘণ্টা প্রদেশটির একটি থানার দখল নেয়। সন্ত্রাসীরা থানার ভিতরে থাকা বেশ কয়েকটি গাড়ি এবং গুরুত্বপূর্ণ নথি জ্বালিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, তারা থানার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে এবং হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে থানার বাইরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
এদিকে, বোমা বিস্ফোরণে বোলান জেলার একটি গুরুত্বপূর্ণ রেল সেতু ধ্বংস হয়ে গেছে, বেলুচিস্তান ও অন্যান্য প্রদেশের মধ্যে রেল চলাচল বন্ধ রয়েছে। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বাহিনী নিষিদ্ধ সংগঠন বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের দিকে আঙুল তুলেছে যারা দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী এবং প্রদেশের অ-বেলুচ বাসিন্দাদের লক্ষ্য করে আসছে।
সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে উত্তরপশ্চিম খাইবার পাখতুনখাওয়া এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা বেড়েছে। খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম কিন্তু দরিদ্রতম প্রদেশ। দীর্ঘদিন ধরে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ দমনে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী।
সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের হানা
নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার দক্ষিণাঞ্চলে ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ফ্রান্সিন আঘাত হেনেছে। এর প্রভাবেবিস্তারিত…
বাংলাদেশ প্রসঙ্গে রাহুল গান্ধী
নিউজ ডেস্ক::বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুলবিস্তারিত…