৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : মানবতার পাশে, একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ব্যানার ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে আলোচনা সভায় মিলিত হয়। র্যালির পূর্বে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে দিবসের শুভ সূচনা করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, দ্য পোল স্টার স্কুলের সহকারী শিক্ষক অসিত কুমার, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. জাহিদ হাসান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মো. ইলিয়াছ হোসেন, যুব সদস্য সাইফুল ইসলাম, আসিফ হাসান, আরিফুল ইসলাম, সাইমুন সাকিব প্রমূখ। আলোচনা সভার শেষে কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন নতুন যুব সদস্য ও উপজেলা পর্যায়ের পাঁচজন যুব সদস্যকে উৎসাহ প্রদানের লক্ষ্যে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও গত ৭ মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস যখন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে বিজয়ী পাঁচজন শিক্ষার্থী এবং পাঁচজন ইউনিট ভলেন্টিয়ারের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র্যালিতে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা /কর্মচারী ও যুব সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
সারাদেশে আওয়ামী নাশকতার বিরুদ্ধে সাতক্ষীরায় এনসিপির অবস্থান কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফ্যাসিস্ট লীগ কর্তৃক আগুন এবং সারাদেশে আওয়ামী নাশকতারবিস্তারিত…
সড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান
সাতক্ষীরা প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায়বিস্তারিত…


