মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষায় উত্তির্ণ কাশিমাড়ীর কৃতি সন্তান ওয়াহিদুল্ল্যাহ

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: আমরা যখন প্রথম স্কুলের বারান্দায় পদর্পণ করি এমন এক মুর্হূতে শিক্ষকরা মজার ছলে আমাদের কাছে জিজ্ঞাস করতো বড় হয়ে তোমরা কে কি হতে চাও। তখন আমরা কিছু না ভেবেই বলতাম, আমরা ডাক্তার হবো, বিজ্ঞানী হবো আরো কত কী। এমনই শৈশবে স্কুল শিক্ষকে বলা কথা ও ডাক্তার হওয়ার সপ্নের দিকে পা বাড়ালেন শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের মাষ্টার আইয়ূব আলীর কৃতি সন্তান আল সাবেহ মোঃ ওয়াহিদুল্ল্যা।
রবিবার ২০২৪-২৫ (এমবিবিএস) সেশনের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মেধা তালিকার ফলাফল প্রকাশে ওয়াহিদুল্ল্যাহ ৫৯২ তম হয়ে ঢাকার সোহরাওয়য়ার্দী মেডিকেল কলেজে মেধা তালিকায় উত্তির্ণ হয়েছে। উক্ত ভর্তি পরীক্ষায় ৮৫.২৫ মার্ক পেয়ে তিনি মোট ১৮২.২৫ স্কোর অর্জন করেছেন। সে কাশিমাড়ী আইডিয়াল স্কুল থেকে ২০২১ সালে এসএসসি এবং শ্যামনগর সরকারি মহাসিন কলেজ থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হন।
সে আমার স্কুল জীবনের বন্ধু। তার সাথে স্কুল জীবন বাদেও জীবনের বিভিন্ন সময় পার করেছি।
সে ছোট থেকেই সপ্ন দেখতো ডাক্তার হওয়ার। তার ইচ্ছা একজন মানবিক ডাক্তার হয়ে দেশ ও দেশের সাধারন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চায়। তার পরিবারসহ আমি এবং আমার বন্ধুমহলের সবাই তার এই সফলতার জন্য গর্বিত এবং আনন্দিত।
তার গর্বিত পিতা মাষ্টার আইয়ূব আলী জানান, আমার ছেলে ছোটবেলা থেকেই প্রবল ইচ্ছা ছিল মেডিকেল পড়ে ডাক্তার হওয়ার। আল্লাহর অশেষ রহমত এবং সবার দোয়াতে সেটা পূরন হয়েছে। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।
সম্পর্কিত সংবাদ

কৃতি সম্মাননা পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান জাওয়াদ মুতাম্মিম
নিউজ ডেস্ক :: শিক্ষক, উদ্যোক্তা ও লেখক আয়মান সাদিক প্রতিষ্ঠিত অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘টেন মিনিটবিস্তারিত…

সাতক্ষীরার ঢাবি পড়ুয়াদের ‘ডুসাস’ এর নির্বাচন অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা-ডুসাস’বিস্তারিত…