বছরের শুরুতেই সাতক্ষীরাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো হাটকরো
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/1000x308-Nov-24.png?resize=620%2C330&ssl=1)
নিজস্ব প্রতিনিধি :: আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাটকরো (hatkoro.com)
বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো হাটকরো । সাতক্ষীরা শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত হাটকরো এই প্রতিষ্ঠানটির মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পন্যের সমাহার ও দৃষ্টি আকর্ষণ করে এমনই সব রকমারি প্রসার সাজিয়ে হাটকরো যাত্রা শুরু করলো।
বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো হাটকরো । সাতক্ষীরা শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত হাটকরো এই প্রতিষ্ঠানটির মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পন্যের সমাহার ও দৃষ্টি আকর্ষণ করে এমনই সব রকমারি প্রসার সাজিয়ে হাটকরো যাত্রা শুরু করলো।
হাটকরো তে রয়েছে ছোট বড় বিভিন্ন উদ্যোক্তা ও সঙ্গে আছে নতুন উদ্যোক্তাদের পণ্য হাটকরোর মাধ্যমে বিক্রির বিশেষ সুযোগ।
ইতিমধ্যে বিভিন্ন ক্রেতারা হাটকরো তে অর্ডার করছেন তাদের কাঙ্ক্ষিত পণ্য কেনার জন্য।
স্থানীয়ভাবে রান্নার গ্যাস, কাপড় লন্ড্রি-ওয়াস, আইসক্রিম ও কোমল পানীয় সহ মাছ, মাংস মুদি থেকে হোমমেড ফুড, ফ্যাশন, স্টেশনারি, ইলেকট্রিক গ্যাজেড সহ ২০+ ক্যাটগরীর পণ্য নিয়ে শুরু হয়েছে ।
স্থানীয়ভাবে রান্নার গ্যাস, কাপড় লন্ড্রি-ওয়াস, আইসক্রিম ও কোমল পানীয় সহ মাছ, মাংস মুদি থেকে হোমমেড ফুড, ফ্যাশন, স্টেশনারি, ইলেকট্রিক গ্যাজেড সহ ২০+ ক্যাটগরীর পণ্য নিয়ে শুরু হয়েছে ।
থাকছে স্টক ক্লিয়ার অফার যা প্রতিদিন সন্ধার পর থেকে যে কোন সময় শুরু হয়ে কয়েক ঘন্টার জন্য থাকবে যেখানে থাকছে সবচেয়ে কম মূল্যে বিভিন্ন পণ্য যা সর্বোচ্চ রাত ১২.০০ টা পর্যন্ত থাকবে এবং প্রতি শুক্রবার (ফ্রাইডে হাট) নামক একটি বিশেষ অফার যেখানে থাকছে সবচেয়ে কম মূল্যে বিভিন্ন পণ্য যা প্রতি শুক্রবার রাত ১০টায় শুরু হবে এছাড়া থাকছে প্রতিদিন ফ্লাশ সেল অফার সহ বিশেষ বিশেষ অফার।
তাদের মুল লক্ষ্য এখন সাতক্ষীরা শহরকেন্দ্রীক বিভিন্ন এলাকা ঘিরে স্থানীয়ভাবে অতীব দ্রুততার সহিত বিভিন্ন সেবা প্রদান করা হলেও পরবর্তিতে তা বিভিন্ন জেলা পর্যায়ে পৌছানো ও উন্নত সেবা প্রদান করা।
তারা চায় বিভিন্ন উদ্যোক্তাদের পণ্য বিক্রি প্রসার করা ও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সঙ্গে শারিরিকভাবে অক্ষম উদ্যোক্তাদের বিশেষ সেবা প্রদান করা।
সেবাই আমাদের একমাত্র লক্ষ্য এই ব্রত নিয়ে হাটকরো এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, অতি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের পছন্দের পণ্যটি আপনাদের হাতে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ।
এ্যাপটি ডাউনলোড করতে প্লে-স্টোর গিয়ে সার্চ করুন hatkoro লিখে।
« শ্যামনগর হাটে-বাজারে ভেজাল সারে সয়লাব উৎপাদন হচ্ছে ব্যহত, প্রতারিত হচ্ছে কৃষক। (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সৈয়দপুরে নানা আয়োজনে সমাজসেবা দিবস পালিত »
সম্পর্কিত সংবাদ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/IMG-20250115-WA0004-01.jpg?resize=400%2C200&ssl=1)
সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহারবিস্তারিত…
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/IMG-20250115-WA0015.jpg?resize=400%2C200&ssl=1)
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের মাসিক বৈঠক
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত ইসলামীর যুব বিভাগের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবারবিস্তারিত…