সৈয়দপুরে নানা আয়োজনে সমাজসেবা দিবস পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত এবং অসহায়দের মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মুক্ত আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজার রহমান চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহফুজার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ, উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী কর্মকর্তা মো. আবু জাফর প্রমুখ। সহকারী উপজেলা সমাজসেবা অফিসার আবু রায়হানের সঞ্চালনায় মুক্ত আড্ডায় অন্যান্যদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, সমাজসেবা অধিদপ্তর সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ভাতাভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি ওয়াকাথন বের করা হয়।
শেষে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে হুইল চেয়ার ৭টি ও ট্রাই সাইকেল একটি।
ট্রাইসাইকেল পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহরের উপকণ্ঠের ঢেলাপীর আবাসন এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মো. আমজাদ হোসেন বলেন, একটি বিশেষ রোগে আক্রান্ত হয়ে আমি প্রতিবন্ধী হয়ে পড়েছি। আমার দুইটি পায়েই কেটে ফেলতে হয়েছে। ফলে আমার পক্ষে একাকী স্বাভারিক চলাচল করা সম্ভব হতো না। অন্যের কোলে কিংবা যানবাহনে আমাকে যে কোন জায়গায় যেতে হতো। আজ আমাকে সমাজসেবা দিবসে সমাজ সেবা অধিদপ্তর থেকে একটি ট্রাইসাইকেল প্রদান করা হলো। এখন থেকে আমার চলাচলে কোন সমস্যা নেই। আমি এখন থেকে যে কোন জায়গায় একাকী ট্রাই সাইকেলে যেতে পারবো।
« বছরের শুরুতেই সাতক্ষীরাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো হাটকরো (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কয়রায় প্রীতি ফুটবল খেলায় সাবেক ছাত্রদল ফুটবল একাদশ বিজয়ী »
সম্পর্কিত সংবাদ
কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু : সস্তিতে এলাকাবাসী
কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালের দু’ পাড়ের দখলকৃত অবৈধ স্থাপনা ছাত্র-জনতারবিস্তারিত…
সৈয়দপুর বিজ্ঞান কলেজের সাফল্য মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৫৩ শিক্ষার্থী
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :: নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এ বছরও মেডিকেলবিস্তারিত…