কলারোয়ায় বিপুল খাদ্য উৎপাদনে যাত্রা শুরু করলো সেভেন স্টার ফিস ফিড মিল
কামরুল হাসান।। কলারোয়ায় ঘন্টায় ৫০ মেট্রিক টন খাদ্য উৎপাদন সক্ষমতা নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করল সেভেন স্টার ফিস ফিড মিল। মিলের সত্ত্বাধিকারী ইমাদুল হক জানান-অত্যাধুনিক এ কারখানায় মাছের খাদ্য উৎপাদিত হচ্ছে হাতের স্পর্শ ছাড়াই। নারী-পুরুষ মিলিয়ে কাজের সুযোগ পেয়েছেন প্রায় অর্ধশতাধিক পরিবার । ৫০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন ফিস ফিড মিলের প্রয়োজনীয় মেশিনারিজ ও প্রযুক্তি বিদেশ থেকে আনা হয়েছে। এখানে মাছ, মুরগি ও গরুর জন্য আলাদা আলাদা পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য উৎপাদন করাও সম্ভব। কিন্তু প্রাথমিক পর্যায়ে মাছের খাদ্য উৎপাদন শুরু হয়েছে। এদিকে, সেভেন স্টার ফিস ফিড মিল পরিচালনাকারী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন-খাবার তৈরির কাঁচামাল প্রথমে ‘র’ মেটারিয়ালস হাউজে ঢালা হয়। এরপর সেগুলো বিন হয়ে চলে যায় চেম্বার স্কেলে। খাবারে কী পরিমাণ ভুট্টা, সয়ামিলসহ অন্যান্য উপাদান দিতে হবে তা নির্ধারণ করে চেম্বার স্কেল। এরপর উপাদানগুলো গুঁড়ো করে হ্যামার মেশিন। পরবর্তীতে মিক্সার মেশিন, প্লেট বুকিং ও কুলিং হয়ে প্যাকেটজাত হয় দানাদার খাদ্য। আর এসব কর্মযজ্ঞ হয় হাতের কোন স্পর্শ ছাড়াই। এই মিলে যে কেউ কাঁচামাল নিয়ে এসে পছন্দের মতো খাদ্য বানিয়ে নিতে পারবেন মাত্র ২টাকা ৫০পয়সা কেজিতে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপতিপুর চৌরাস্তা মোড়ে সেভেন স্টার ফিস ফিড মিলের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিল পরিচালনাকারী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মিলের সত্ত্বাধিকারী ইমাদুল হক, ম্যানেজার গোলাম হোসেন, ৯ নং হেলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান খান চৌধুরী, সাধারণ সম্পাদক আমানুল হক আমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুল, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ কবিরুল ইসলাম কবিরসহ এলাকার সুধিজন।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় গলদা চিংড়ির একক ও মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
কামরুল হাসান।। কলারোয়ায় গলদা চিংড়ির একক ও মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত…
কলারোয়ায় শিক্ষকমণ্ডলীদের মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা
কামরুল হাসান।। কলারোয়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষা, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহসহ নানা বিষয়ে মাধ্যমিকবিস্তারিত…


