২০ বিলিয়নের ঘরে রিজার্ভ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/11/Untitled-29.jpeg?resize=300%2C168&ssl=1)
নিউজ ডেস্ক :: অবশেষে ২০ বিলিয়ন ডলারের ঘরে অবস্থান করছে বিদেশি মুদ্রার রিজার্ভ। বিপিএম-৬ হিসাব অনুযায়ী দীর্ঘদিন ধরে তা ২০ বিলিয়নের নিচে অবস্থান করছিল। প্রবাসী আয় বাড়ায় দেশের রিজার্ভের পরিমাণও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের মাসের ৬ তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ ২ হাজার ৫৭৩ কোটি মার্কিন ডলার বা ২৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ফলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে এটা অর্থনীতির জন্য ইতিবাচক দিক। আশা করছি রেমিট্যান্স বাড়ার এ প্রবাহ আগামীতেও অব্যাহত থাকবে। আকু দায় পরিশোধ প্রসঙ্গে তিনি জানান, এটি একটি নিয়মিত প্রক্রিয়া প্রতি দুই মাস অন্তর আমাদের এই দায় পরিশোধ করতে হয়। যখন বিলটি পরিশোধ করা হয় তখন রিজার্ভ কমবে এটা স্বাভাবিক।
সূত্র :দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/12/unnamed.png?resize=247%2C130&ssl=1)
ই-সিগারেট নিষিদ্ধ করেতে প্রধান উপদেষ্টাকে চিঠি
নিউজ ডেস্ক :: তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের মাধ্যমে আরও শক্তিশালী করে, ই-সিগারেটবিস্তারিত…
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/12/19678435_116.jpg?resize=400%2C200&ssl=1)
ভারত থেকে আমদানি চালের প্রথম চালান আসবে কাল
নিউজ ডেস্ক :: উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করতে যাওয়া ২৪ হাজার ৬৯০বিস্তারিত…