১২০ মিলিয়ন ডলারে পিওরইট বিক্রি করে দিল ইউনিলিভার

নিউজ  ডেস্ক  ::   ১২০ মিলিয়ন ডলারে খাবার পানি শোধনকারী পিওরইট বিক্রি করে দিল ইউনিলিভার।   গ্লোবাল ওয়াটার টেকনোলজি কোম্পানি এও স্মিথ কর্পোরেশন পিওরেইট অধিগ্রহণ করে। নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে এও স্মিথ কর্পোরেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কেভিন জে হুইলার বলেন, “পিওরইট বাজারে আমাদের প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর পরিপূরক।

এটি দক্ষিণ এশিয়ায় আমাদের উপস্থিতি বাড়াতে সহায়তা করবে।”পিওরইট প্রথম ২০০৪ সালে ভারতের চেন্নাইতে চালু করা হয়েছিল। দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল জনসংখ্যা এবং এর বাইরে সহজলভ্য এবং নিরাপদ পানি সরবরাহ করার উদ্দেশ্যে এটি চালু করা হয়। বাংলাদেশে ইউনিলিভার ২০১০ সালে পিওরইট চালু করে। দক্ষিণ এশিয়ায় ইউনিলিভার পিওরইট বিক্রি থেকে বছরে ৬০ মিলিয়ন ডলার আয় করে।

 ভারত ও বাংলাদেশ ছাড়াও পিওরইট বর্তমানে শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং মেক্সিকোয় বিক্রি হচ্ছে। পিওরইট অধিগ্রহণের চুক্তিটি এই বছরের শুরুতে ঘোষণা করা হয়েছিল। এও স্মিথ ১৮৭৪ সালে অটোমোবাইল সেক্টরে ব্যবসা শুরু করে। ২০১১ সালে প্রতিষ্ঠানটি অটোমোবাইল ব্যবসা ছেড়ে দিয়ে পানি বিশুদ্ধকরণ টেকনোলজি খাতে ব্যবসা শুরু করে।





সম্পর্কিত সংবাদ

  • ভারত থেকে আবারও ট্রেনে ১৯০০ মেট্রিক টন আলু আমদানি
  • টেকনোলজি লিডারশিপে সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বিএটি বাংলাদেশের সারজিল সারওয়ার
  • বাংলাদেশকে আরো ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেব এডিবি
  • ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের আন্তর্জাতিক মঞ্চে অসামান্য সাফল্য অর্জন
  • সীমান্ত বন্ধ হলে বড় ক্ষতি ভারতের, ঝুঁকিতে লাখো মানুষের জীবিকা
  • ই-সিগারেট  নিষিদ্ধসহ তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি
  • অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না: অর্থ উপদেষ্টা
  • ১০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করতে চায় ইসলামী ব্যাংক