মাদক বিরোধী অভিযানে ইয়াবা আটক
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর গাজীপুর ও তলুইগাছা বিওপি’র বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পিস ভারতীয় ইয়াবা আটক করেছে।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন(৩৩ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো: আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর ও তলুইগাছা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর আভিযানিক দল সীমান্ত পিলার ৫/৬ এস হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্হান এবং ১২/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারবাড়ী নামক স্থানে গোপনে অবস্থান করে। এ সময়ে মাদক চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত স্থান হতে ০২ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত সংবাদ
ধুলিহরে মফেজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদরাসার শুভ উদ্বোধন
রুহুল কুদ্দুস, ধুলিহর :: ধুলিহরে মফেজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদরাসার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবারবিস্তারিত…
অনলাইন সংবাদপত্র ও সাংবাদিকতা: প্রেক্ষিত সাতক্ষীরা
মোঃ মুনসুর রহমান :: পঞ্চাশের দশকে ইন্টারনেট আবিষ্কার হলেও সর্বপ্রথম অনলাইন সংবাদপত্র প্রকাশিত হয় ১৯৭৪বিস্তারিত…