সাতক্ষীরায় আবাসিক হোটেল থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিমকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবস্থিত সীমান্ত নামে একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডালিম সাতক্ষীরার আশাশুনি উপজেলা খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে।
তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সেখানের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
সম্পর্কিত সংবাদ

ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটিবিস্তারিত…

সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানেরবিস্তারিত…