বিসিবি চাইলে নেতৃত্ব দিতে তৈরি আছেন তাইজুল
নিউজ ডেস্ক :: খবরটা নিশ্চয় জানা হয়ে গেছে আপনার। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই তাই বিসিবিকে এখন ভাবতে হচ্ছে নতুন অধিনায়ক নিয়ে। সে তালিকায় ওয়ানডে ও টেস্টে মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টিতে শোনা যাচ্ছে তাওহিদ হৃদয়ের নাম। তবে এবার এগিয়ে আসলেন তাইজুল ইসলামও। জানান দিলেন, বিসিবি চাইলে নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন তিনিও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে আগামীকাল মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নেতৃত্ব ইস্যুতে এমন মন্তব্য করেছেন তাইজুল।
হঠাৎ করে ক্রিকেটারদের অবসর বা নেতৃত্ব ছাড়ার ঘটনা দলকে কীভাবে প্রভাবিত করে এমন প্রশ্নে দেশের মাটিতে সর্বোচ্চ উইকেটশিকারী এই স্পিনার বলেন, ‘এটা যখন একটা দলের মধ্যে ঘটে, জানি না কে কী হিসেবে নেয়। কারণ সবার মানসিকতা তো এক রকম না। এই প্রশ্নটা করেছেন। এটা অনেক গভীর একটা প্রশ্ন। এই গভীর প্রশ্নের উত্তরগুলো আমার কাছে নেই।’বাঁহাতি স্পিনার আরও বলেন, ‘এটা আসলে টিম গেম। দল কী করে ভালো থাকবে, সেটা গুরুত্বপূর্ণ। তবে এটার প্রভাব কেউ নিতে পারে। কেউবা নির্ভার থেকে নিজের কাজ করতে পারে। ব্যক্তিগত দিক থেকে বলব যে সব সময় আমি স্বাভাবিক থাকার চেষ্টা করি এবং নিজের কাজটা করার চেষ্টা করি।’
« মির্জা ফখরুলের সঙ্গে নেপাল রাষ্ট্রদুতের সাক্ষাৎ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ইরানে হামলা: জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ ইরানের »
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে ব্রজবাকসা সালিফ-রামিনা একাডেমি সেমিফাইনালে উন্নীত
কামরুল হাসান ::কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় জয়লাভ করে ব্রজবাকসা সালিফ-রামিনা ক্রিকেটবিস্তারিত…
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম
আগামী মাসে পাকিস্তান ও দু্বাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আসরে তামিমকে বাংলাদেশ পাবে বলেবিস্তারিত…