ইরানে হামলা: জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ ইরানের
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: ইরাক সরকারের একজন মুখপাত্র বলেছেন, শনিবার ইরানে হামলার জন্য ইসরাইল বাগদাদের আকাশসীমা ব্যবহার করেছে। এর প্রতিবাদে জাতিসংঘে একটি অভিযোগ জমা দিয়েছে ইরাক। সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। এর আগে ইরানে হামলায় ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করেছে বলে দাবি করে ইরানের সেনাবাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়। এবার ইরাক সরকারের অভিযোগের মধ্য দিয়ে এ দাবি সত্য হল।
ইরাক থেকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি এবং ভিডিওতে দেখা গেছে, ইরানে হামলা চালানো ইসরাইলের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো বাগদাদের উত্তরে একটি এলাকায় পড়েছে বলে মনে হচ্ছে। ১ অক্টোবর তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে গত শনিবার ইরানজুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইল। ইরান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরানের সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল ইসরাইলি যুদ্ধবিমানগুলো।
সেখানে ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করে ইরানের লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রতিবেশি বিভিন্ন দেশ সফর করেছিলেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি কোনো তৃতীয় দেশ ইসরাইলকে তাদের আকাশসীমা ব্যবহার করে ইসরাইলকে আক্রমণের সুযোগ করে দেয়। তাহলে ওই দেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ‘বৈধ’ মনে করবে তেহরান।
সম্পর্কিত সংবাদ
ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে
নিউজ ডেস্ক :: গেল মাসের শেষের দিকে তাইওয়ানে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন ‘ক্রাথন’। এবার এবিস্তারিত…
সিনিয়র আইআরজিসি কমান্ডার ইসরাইলের জন্য আরও বড় ধাক্কা ও চমক অপেক্ষা করছে
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক :: ইসরাইলের বিরুদ্ধে নতুন চমক ও বড় ধরণের হামলার ইঙ্গিতবিস্তারিত…