কলকাতায় সড়ক দুর্ঘটনায় আশাশুনির সাবেক ভাইস চেয়ারম্যান অসীম নিহত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যানী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তিনি আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তীর ছোট ছেলে।
নিহত অসীম চক্রবর্তীর শ্যালক অনল ব্যানার্জী জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর অসীম বরণ চক্রবর্তী পালিয়ে ইন্ডিয়ায় চলে যান। সেখানে তিনি তার দুই পুত্রের সাথে কল্যাণী শহরে নিজের বাড়িতে বসবাস করতেন।  তিনি বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সাতক্ষীরা প্রেসক্লাবে একাধিকবার বিভিন্ন পদে নির্বাচন করে নির্বাচিত হন।
অসীম বরণ চক্রবর্তীর অকাল প্রয়াণে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সেক্রেটারী রণজিৎ কুমার বৈদ্য, সদর দূর্গা মন্দির কমিটির সভাপতি সমীর রায়, সেক্রেটারী পরেশ অধিকারী, সদর কালী মন্দির কমিটির সভাপতি দীপন মণ্ডল, সেক্রেটারী বরুণ মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুবোধ চক্রবর্তী, কালি পদ রায়, সমিরণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হিরো লাল বিশ্বাসসহ সকল ইউনিয়ন কমিটির সভাপতি, সেক্রেটারী ও নেতৃবৃন্দ।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে যুবদল নেতার খবর পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে বিএনপি’র সমাবেশ সফল করতে যৌথ মতবিনিময় সভা
  • শ্রীউলায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় ও ত্রাণ বিতরণ 
  • আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২
  • কাদাকাটিতে শত্রুতা করে যাতায়াতের পথ বন্ধ
  • আশাশুনিতে ২ সাবেক ও বর্তমান চেয়ারম্যান আটক
  • আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা
  • বুধহাটায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা