কলকাতায় সড়ক দুর্ঘটনায় আশাশুনির সাবেক ভাইস চেয়ারম্যান অসীম নিহত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যানী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তিনি আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তীর ছোট ছেলে।
নিহত অসীম চক্রবর্তীর শ্যালক অনল ব্যানার্জী জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর অসীম বরণ চক্রবর্তী পালিয়ে ইন্ডিয়ায় চলে যান। সেখানে তিনি তার দুই পুত্রের সাথে কল্যাণী শহরে নিজের বাড়িতে বসবাস করতেন।  তিনি বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সাতক্ষীরা প্রেসক্লাবে একাধিকবার বিভিন্ন পদে নির্বাচন করে নির্বাচিত হন।
অসীম বরণ চক্রবর্তীর অকাল প্রয়াণে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সেক্রেটারী রণজিৎ কুমার বৈদ্য, সদর দূর্গা মন্দির কমিটির সভাপতি সমীর রায়, সেক্রেটারী পরেশ অধিকারী, সদর কালী মন্দির কমিটির সভাপতি দীপন মণ্ডল, সেক্রেটারী বরুণ মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুবোধ চক্রবর্তী, কালি পদ রায়, সমিরণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হিরো লাল বিশ্বাসসহ সকল ইউনিয়ন কমিটির সভাপতি, সেক্রেটারী ও নেতৃবৃন্দ।





সম্পর্কিত সংবাদ

  • মুক্তিযোদ্ধা সংসদ আশাশুনি উপজেলা কমান্ডের এডহক কমিটি অনুমোদন
  • আশাশুনিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে এক রাতে ৬ দোকানে দুঃসাহসিক চুরি
  • খাজরায় শহীদ জাবেদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
  • আশাশুনিতে কাগজ জালকারীকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্তির দাবীতে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • আশাশুনিতে আদালতের রায় ডিগ্রী প্রাপ্তদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে শহীদ আতিয়ার রহমান স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল