স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগকে ঘিরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ও স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় শহরের নারিকেলতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো ও জেলা কৃষকদলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন।

এ সময় নেতারা বলেন, স্বৈরাচার ও খুনি হাসিনার সরকারকে কেউ কেউ পুনর্বাসন করতে চাইছে। এমন চেষ্টা করা হলে উপদেষ্টার পদ থেকে টেনে নামানো হবে। এই ধরনের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আমাদের এ বিজয়। কারো দালালি আর মেনে নেওয়া হবে না। ছাত্র সমাজ কোনও অন্যায় মেনে নেবে না। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এসময় বক্তারা বলেন অবিলম্বে শেখ হাসিনার সকল অপকর্মের বিচার করতে হবে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

এর আগে সোমবার সচিবালয়ে এক আয়োজনে নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছাতে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এর পর থেকে সাতক্ষীরাসহ সারাদেশে প্রতিবাদ শুরু করেছে ছাত্রজনতা ও বিভিন্ন রাজনৈতিক দল।






সম্পর্কিত সংবাদ

  • নলতা হাই স্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি’র কমিটি গঠন
  • শ্রীরামপুর যুববিভাগের আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।
  • ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
  • পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে সাতক্ষীরা সরকারি কলেজ ঘুরে গেলেন ৫ রোভার স্কাউট
  • অসুস্থ আব্দুস সেলিমকে দেখতে বাড়িতে গেলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ 
  • সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
  • চলমান শীত মৌসুমে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে কম্বল বিতরণ
  • সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান