পূজার ‘ব্ল্যাকমানি’র শুটিং শুরু

নিউজ ডেস্ক :: বড় পর্দায় একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিচ্ছেন রায়হান রাফী। যার সবশেষ সংযোজন শাকিব খানের ‘তুফান’। এর বাইরে ওটিটির কাজের মাধ্যমেও হয়েছেন প্রশংসিত। প্রযোজক ও দর্শকদের আস্থায় পরিণত হয়েছেন তিনি।

এবার প্রথমবার তিনি ওটিটি প্ল্যাটফরম বঙ্গের প্রযোজনায় নিয়ে আসছেন ওয়েব সিরিজ। নাম ‘ব্ল্যাকমানি’। এর মাধ্যমে দীর্ঘদিন পর রাফীর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরি। চমক হিসেবে আরও থাকছেন নায়ক রুবেল, নির্মাতা-অভিনেতা সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ।

‘ব্ল্যাকমানি’ নির্মাণ উপলক্ষে ৫ই অক্টোবর বিকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এই অভিনয়শিল্পীরা ছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমানসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা। পূজা চেরি বলেন, অনেকদিন পর রায়হান রাফীর সঙ্গে কাজ করছি। আমার প্রথম সিনেমাও তার পরিচালনায় করা ছিল।

অনেকেই বলছিল রাফীর সঙ্গে আমার কাজ কেন হচ্ছে না। এবার অবশেষে হচ্ছে। এখন তিনি তুফানি ডিরেক্টর। তাই একটু ভয়ও করছে। বঙ্গ’র সঙ্গেও এটা আমার প্রথম কাজ। অনেক বড় অভিনেতারাও এখানে কাজ করবেন।

অনেক কিছু শিখতে পারবো। আশা করছি দারুণ কিছু হবে। এ বছরেই ৬ পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি দেয়া হবে। গতকাল থেকেই সৈয়দপুরে এর শুটিং শুরু হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • সাইফ আলী খানকে ছুরিকাঘাত: মহারাষ্ট্র থেকে যুবক গ্রেফতার
  • বিলাসবহুল বাড়ির কেন ২৭ তলাতে থাকে পুরো আম্বানি পরিবার
  • বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন
  • গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনন্য পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট অনুষ্ঠিত
  • বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে