৩২ মিনিটেই হ্যাটট্রিক, ফ্লিকের চোখে গোলমুখে বিশ্বসেরা লেভানডোভস্কি

নিউজ  ডেস্ক:: রবার্ট লেভানডোভস্কির বয়স পেরিয়ে গেছে ৩৬ বছর। কিন্তু গোলমুখে ধীরে ধীরে আরো ক্ষুরধার হচ্ছেন যেন তিনি। রোববার রাতে লা লিগার দল দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে তাদের ঘরের মাঠ মেন্দিজোররোৎসা স্টেডিয়ামে বার্সেলোনার হয়ে করেন ৩ গোল। বার্সাও জিতেছে ৩-০ গোলে।

পোলিশ ফুটবল তারকা লেভানডোভস্কি যেন ফিরে গেছেন ক্যারিয়ারের সেরা সময়ে। অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন তিনি। বার্সেলোনার আক্রমণভাগে লেভানডোভস্কির ধার ও ধারাবাহিকতায় উচ্ছ্বসিত কোচ হ্যান্সি ফ্লিক। ফ্লিক বলেন, ‘আমার চোখে গোলমুখে এই মুহূর্তে বিশ্বসেরা লেভা।’

লেভানডোভস্কি-রাফিনহা-ইয়ামাল, চলতি মৌসুমে অসাধারণ ফর্মে আছেন বার্সেলোনার ফরোয়ার্ড লাইনের এই তিন ফুটবলার। রাফিনহা গোল করেছেন পাঁচটি, অ্যাসিস্ট চারটিতে। ইয়ামাল জালের দেখা পেয়েছেন চারবার, অ্যাসিস্ট পাঁচ গোলে। এরমধ্যেই লা লিগায় ৯ ম্যাচে ১০ গোল হয়ে গেল লেভানডোভস্কির।

আসরে ছয় গোলের বেশি করতে পারেননি আর কোনো দলের ফুটবলারই। ১০ গোল করার পাশাপাশি আরও দুটি অ্যাসিস্ট করেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে চলতি মৌসুমে ১২ গোলে সম্পৃক্ততা নেই আর কারও।

এই মৌসুমে লা লিগায় মাত্র ৯ ম্যাচে ২৮ গোল হয়ে গেছে বার্সেলোনার। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ১১ ম্যাচের পাঁচটিতেই তিন বা তার অধিক গোল করেছে তারা। এসব পরিসংখ্যানেই ফুটে উঠছে বার্সেলোনার আক্রমণভাগ এখন কতটা ভয়ঙ্কর।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
  • শুরু হচ্ছে আইপিএলের নতুন সিজন, ম্যাচ দেখা যাবে টফিতে
  • মুশফিকের অবসরের ঘোষণা
  • সাতক্ষীরা ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্টে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন
  • ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরায় এ্যাথলেটিক্স ও পুরস্কার বিতরণ
  • কয়রার প্রথম ব্যক্তি হিসাবে আন্তর্জাতিক ফুল ম্যারাথন শেষ করলেন শাহিনুর আলম
  • চিটাগংকে হারিয়ে সবার আগে ফাইনালে বরিশাল