পদ্ম পুকুর ইউনিয়নে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা সুবিধা বঞ্চিত নারী

নিউজ ডেস্ক:: জলবায়ু পৃৃরিবর্তনের কারণে উপকূলে দুরে‌গ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততা ও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনা মুলকভাবে বৃদ্ধি পেয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে আজ ০৫ অক্টোবর ( শনিবার ) সকাল ১০ টায় জলবায়ু ঝুঁকিপুর্ণ শ্যামনগর উপজেলার ১১ নংপদ্ম পুকুর ইউনিয়নের ঝাঁপা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনেএবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন ১১ নং পদ্ম পুকুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব তপন কুমার ম-ল। মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন জনাব রনজিত কুমার রপ্তান, সভাপতি, এভার গ্রীন যুব সংঘ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রভাষ কুমার রায়। বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিনব্যাপী সেবা দেন ডাঃ রীমা আক্তার ( এমবিবিএস ), আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দীপক কুমার গাইন। এছাড়া এই বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন লিডার্সের মনিটরিং অফিসার জয়দেব জোদ্দারসহ আরো অনেকে।

উপকূলের নারীদের লবণ পানি পান করতে হয়, লবণ পানিতে গোসল করতে হয়। এছাড়া জীবন চালাতে উপকূলের নারীরা নদীতে মাছ ধরে এবং চিংড়ি ঘেরে শ্রমিক হিসাবে কাজ করছে। ফলে সারাদিন লবণ পানিতে থাকার কারনে বিভিন্ন বয়সী নারীদের স্ত্রীরোগ ও প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে বহুবিধ সমস্যা দেখা দিয়েছে। এছাড়া আরো বেড়েছে চর্ম জাতীয় রোগ। তাছাড়া এসব নারীদের নারী সংক্রান্ত রোগের চিকিৎসা সেবা নিতে পুরুষ ডাক্তারের নিকট সব কিছু খুলে বলতে দ্বিধাবোধ করেন। ফলে সঠিক চিকিৎসা সেবা নিতে ব্যর্থ হন। তাই উপকূলীয় অঞ্চলে মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এই মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন যে সরকারের পাশাপা শিলিডার্স এই সুবিধা বঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়েছে। উপকূলের নারীরা টাকার অভাবে, যাতায়াত সুবিধার অভাবে যারা বাইরে ডাক্তার দেখাতে যেতে পারেন না তাদের ফ্রি স্বাস্থ্য সেবানিশ্চিত করতে লিডার্সের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই মেডিকেল ক্যাম্পে প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপশন অনুযায়ীঔষধ প্রদান করা হয়।

 






সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরের গাবুরার মেঘা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রি পরিষদ সচিব।
  • কালের বিবর্তনে শ্যামনগর থেকে হারিয়ে গেছে গ্রামীণ সন্ধ্যাবাতি হারিকেন
  • সুন্দরবনে ২৭টি ফাঁদসহ জবাইকৃত হরিণ উদ্ধার
  • শ্যামনগরে বসতভিটা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের  হামলায় গুরুতর আহত ৪
  • শ্যামনগর পুলিশের অভিযানে ৪ গ্রেফতারি পরোয়ানার আসামী আটক
  • শ্যামনগরের গরীবের ডাক্তার আব্দুল গফুর আর নেই
  • শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালন
  • শ্যামনগরে কমছে খেজুর গাছ, অভাব শিউলিও