উদারতা যুব ফা্শউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক ::  সাতক্ষীরা জেলার অন‌্যতম বৃহৎ স্বেচ্ছা‌সেবী সামা‌জিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন এর উদ্দ্যো‌গে আশাশু‌নি উপ‌জেলার বিশ জন মেধাবী অসহায় শিক্ষার্থী‌কে এএমএফ শিক্ষাবৃ‌ত্তি প্রদান করা হ‌য়ে‌ছে ।

আল-আমিন এর সা‌র্বিক দিক‌নি‌র্দেশনায় শিক্ষা সম্পাদক আরিফ‌ বিল্লাহ শোভ‌নের সঞ্চালনায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে সংগঠ‌নের নির্বাহী প্রধান জুবা‌য়ের আহ‌ম্মেদ আদর্শ ও মান‌বিক মানুষ হি‌সে‌বে শিক্ষার্থী‌দের ক‌রোনীয় বিষয়ক আলোচনা ক‌রেন।

বৃ‌ত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সা‌লেহা তাস‌নিম সমাপ্তি ব‌লেন , আমরা চির‌দিন উদারতার কা‌ছে কৃতজ্ঞ থাক‌বো যেখা‌নে অর্থ আমা‌দের স্বপ্ন দেখার প‌থে প‌তিবন্ধকতা সেখা‌নে উদারতা আমা‌দের স্বপ্ন পূর‌ণের সহযাত্রী হি‌সে‌বে কাজ কর‌ছে এটা আমা‌দের জন‌্য বড় প্রা‌প্তি ।

প্রতিষ্ঠান‌টির উত্তোরত্তর সাফল‌্য কামনা কর‌ছি। সংগঠ‌নের সভাপ‌তি মোহায়‌মিনুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে  শিক্ষা সম্পাদক দে‌লোয়ার হো‌সেন অর্থ হস্তান্তর ক‌রেন। অন‌্যান‌্যদের ভিত‌রে উপ‌স্থিত ছি‌লেন নজরুল, রোকন, মোস্তা‌ফিজ, সে‌লিম, হা‌সিব, মইনুর, সো‌হেল, হারান, হা‌বিব সহ প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরার ঢাবি পড়ুয়াদের ‘ডুসাস’ এর নির্বাচন অনুষ্ঠিত
  • সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই  দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
  • নড়েরাবাদ চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাবাসীর গৌরব
  • আদালতের নিষেধাজ্ঞা ও মামলা থাকলেও চলমান সত্বেও স্থাপনা নির্মাণ অব্যাহত
  • সৈয়দপুরে নয়াবাজার সর: প্রাথ: বিদ্যালয়ে বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের উদ্বোধন
  • কেশবপুর মঙ্গলকোট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল ঘোষণা 
  • বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক  পরীক্ষার ফল প্রকাশ
  • শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আল কুরআনের শিক্ষা আর মহানবীর (স:) আদর্শের বিকল্প নেই