উদারতা যুব ফা্শউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন এর উদ্দ্যোগে আশাশুনি উপজেলার বিশ জন মেধাবী অসহায় শিক্ষার্থীকে এএমএফ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে ।
আল-আমিন এর সার্বিক দিকনির্দেশনায় শিক্ষা সম্পাদক আরিফ বিল্লাহ শোভনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংগঠনের নির্বাহী প্রধান জুবায়ের আহম্মেদ আদর্শ ও মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের করোনীয় বিষয়ক আলোচনা করেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সালেহা তাসনিম সমাপ্তি বলেন , আমরা চিরদিন উদারতার কাছে কৃতজ্ঞ থাকবো যেখানে অর্থ আমাদের স্বপ্ন দেখার পথে পতিবন্ধকতা সেখানে উদারতা আমাদের স্বপ্ন পূরণের সহযাত্রী হিসেবে কাজ করছে এটা আমাদের জন্য বড় প্রাপ্তি ।
প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সাফল্য কামনা করছি। সংগঠনের সভাপতি মোহায়মিনুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা সম্পাদক দেলোয়ার হোসেন অর্থ হস্তান্তর করেন। অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন নজরুল, রোকন, মোস্তাফিজ, সেলিম, হাসিব, মইনুর, সোহেল, হারান, হাবিব সহ প্রমুখ।
সম্পর্কিত সংবাদ

কৃতি সম্মাননা পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান জাওয়াদ মুতাম্মিম
নিউজ ডেস্ক :: শিক্ষক, উদ্যোক্তা ও লেখক আয়মান সাদিক প্রতিষ্ঠিত অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘টেন মিনিটবিস্তারিত…

মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষায় উত্তির্ণ কাশিমাড়ীর কৃতি সন্তান ওয়াহিদুল্ল্যাহ
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: আমরা যখন প্রথম স্কুলের বারান্দায় পদর্পণ করি এমন একবিস্তারিত…